Home Blog Page 4541

যুদ্ধবিরতির বিষয়ে আলোচনায় সম্মত হয়েছে লিবিয়ার যুদ্ধবাজ হাফতার

0

ইনসাফ টোয়েন্টিফোর ডটকম | সোহেল আহম্মেদ


লিবিয়ার যুদ্ধবাজ খলিফা হাফতার যুদ্ধবিরতি আলোচনা পুনরায় শুরু করতে সম্মত হয়েছে।

মঙ্গলবার (২ জুন) লিবিয়ায় জাতিসংঘের সমর্থন মিশন (ইউএনএসএমআইএল) এ তথ্য জানিয়েছে। খবর আনাদোলু এজেন্সি’র।

ইউএনএসএমআইএল এক টুইটার বিবৃতিতে বলেছে, “জাতিসংঘ মিশন লিবিয়ার পক্ষসমূহকে যৌথ সামরিক কমিশন ৫+৫ আলোচনার পুনর্বিন্যাস গ্রহণের জন্য স্বাগত জানিয়েছে।”

বিবৃতিতে আরও বলা হয়েছে যে, “লিবিয়ার জনগণ যত তাড়াতাড়ি সম্ভব একটি মর্যাদাপূর্ণ এবং নিরাপদ জীবনযাপন নিশ্চিত করতে চায়। আশা করা যায় যে, লিবিয়া ইস্যুতে জড়িত সমস্ত জাতীয় এবং আন্তর্জাতিক দলগুলি যুদ্ধ শেষ করার জন্য লিবিয়ার জনগণের আহ্বানে সাড়া দেবে এবং ৫ + ৫ আলোচনার মাধ্যমে চূড়ান্ত যুদ্ধবিরতির ভিত্তি তৈরি হবে।”

উল্লেখ্য, ২০১১ সালে প্রয়াত শাসক মুয়াম্মার গাদ্দাফির ক্ষমতাচ্যুত হওয়ার পরে জাতিসংঘের নেতৃত্বাধীন রাজনৈতিক চুক্তির আওতায় ২০১৫ সালে লিবিয়ার নতুন সরকার প্রতিষ্ঠিত হয়। ২০১৯ সালের এপ্রিল থেকে লিবিয়ার সরকারের সাথে হাফতার বাহিনীর সহিংসতা শুরু হয়। এই সহিংসতায় এ পর্যন্ত এক হাজারেরও বেশি লোক নিহত হয়েছে।

চট্টগ্রামে করোনায় পুলিশ সদস্যের মৃত্যু

0

পরশুরামের মির্জানগর ইউনিয়নের নিজ কালিকাপুর গ্রামের বাসিন্দা পুলিশ সদস্য মো মামুন উদ্দিন (৩০) করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন।

পুলিশ সদস্য মো মামুন উদ্দিন চট্টগ্রাম মেট্টোপলিটন পুলিশে কর্মরত ছিলেন।

সোমবার সকাল ১১টার দিকে আইসোলেশনে থাকা অবস্থায় চট্টগ্রামে তিনি মারা যান। তিনি নিজ কালিকাপুর গ্রামের মুক্তিযোদ্ধা আবু তাহেরের ছেলে।

নিহত মামুন উদ্দিনের চাচা শ্বশুর মাও এমরান উদ্দিন মজুমদার জানান, গত ২৮ মে মামুন আইসোলেশনে ছিলেন। সোমবার সকালে অবস্থার অবনতি হলে সিএমএইচে নেয়ার পথে তিনি মারা যান। মামুন উদ্দিনের ২ বছর বয়সী একজন শিশু কন্যা রয়েছে। মামুনের গ্রামের বাড়িতে তাঁর লাশ দাফনের প্রস্তুতি চলছে। গ্রামে শোকের মাতম চলছে।।

এবার সিলেটে ৫ হাসপাতাল ঘুরে চিকিৎসা না পেয়ে এ্যাম্বুলেন্সেই রোগীর মৃত্যু

0

এবার সিলেটে ৫ হাসপাতাল ঘুরে চিকিৎসা না পেয়ে এক রোগীর মৃত্যু হয়েছে।

এরআগে একইভাবে ঢাকায় বিশ্ববিদ্যালয়ের এক ছাত্র ও এক সচিবের মৃত্যু হয়।

যদিও দেশের সব সরকারি-বেসরকারি হাসপাতালে কোভিড-১৯ রোগীদের চিকিৎসা দেয়ার সরকারি নির্দেশনা রয়েছে। তবে এসবের তোয়াক্কা করছে না হাসপাতালগুলো।

সিলেটে শ্বাসকষ্টে মারা যাওয়া মহিলা আড়াই ঘন্টাই ছিলেন এম্বুলেন্সে। স্বজনরা ডাক্তারদের অনেক আকুতি-মিনতি করলেও কেউ তাকে ভর্তি করেনি।

ওই মহিলার স্বজন সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সভাপতি আব্দুর রহমান রিপন। তিনিও রাতভর ছিলেন রোগীর সঙ্গে। রাতের চিকিৎসা না পাওয়ার ঘটনা গতকাল তিনি জানিয়েছেন গণমাধ্যমের কাছে।

সিলেটের মোগলটুলার বাসিন্দা মনোয়ারা বেগম নামের ওই বৃদ্ধা মহিলা। স্বামী ও এক সন্তানকে বসবাস করেন ওই এলাকায়। অনেক দিন ধরেই এ্যজমা সমস্যায় ভুগছেন। করোনাকালীন সময়ে তিনি নিজ বাসাতেই ছিলেন। রোববার মধ্যরাতের দিকে হঠাৎ করে তার শ্বাসকষ্ট দেখা দেয়। সেই সঙ্গে বুকেও ব্যাথা। স্বামী ও সন্তান তাকে নিয়ে বেকায়দায় পড়েন। ডেকে আনেন এম্বুলেন্স।

চিকিৎসকার জন্য প্রথমেই নিয়ে যান সিলেটের অত্যাধুনিক আল হারমাইন হাসপাতালে। সেখানে গিয়ে খোজ করেন আইসিইউ খালি আছে কী না। জরুরী বিভাগ থেকে জানানো হয় খালি আছে। রোগী দেখতে চাইলেন ডাক্তার। এম্বুলেন্সে গিয়ে রোগী দেখেই হাসপাতালের দায়িত্বরা জানালেন- ‘আইসিইউ খালি নেই।’ তখন স্বজনরা বললেন- ‘একটু আগে বললেন আইসিইউ আছে, এখন নেই। এটা কেমন কথা।’

রোগী অবস্থা দেখে এক পর্যায়ে তারা শরনাপন্ন হলেন পাশ্ববর্তী ওয়েসিস হাসপাতালে। সেখানে এম্বুলেন্সে এসেই ডাক্তার দেখে বললেন- ‘রোগী করোনা আক্রান্ত হতে পারেন। আপনারা নর্থইষ্টে নিয়ে যান। ওখানে করোনা কর্ণার রয়েছে।’ কীভাবে বুঝলেন করোনা হয়েছে এমন প্রশ্নে উত্তরে ওয়েসিসের কর্মকর্তারা জানান- ‘রোগীর উপসর্গ দেখে বুঝা যাচ্ছে।’

ওয়েসিসের কথা মতো রাত আড়াইটার দিকে নর্থইষ্ট মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয় রোগীকে। তারা রোগী দেখেই বলে দিলো- ‘অক্সিজেন নেই।’

এরপর সেখান থেকে রোগীকে নিয়ে আসা হয় মা ও শিশু হাসপাতালে। সেখানে অনুনয় করে একটি অক্সিজেন সিলিন্ডার পাওয়া গেলো। সাপোর্ট দেওয়া হলো ওই বৃদ্ধাকে।

এরপর তারা রোগী নিয়ে এলেন পার্কভিউ হাসপাতালে। সেখানে যাওয়ার পর রোগীর বুকের ব্যাথা বেড়ে যায়।

পার্ক ভিউর কর্তব্যরত ডাক্তার দ্রুত রাগিব-রাবেয়া হাসপাতালে রেফার করেন। সেখানে নিয়ে যাওয়ার পর ডাক্তার রোগীর বুকের এক্সরে করেন। এরপর জানিয়ে দেন- ‘রোগীর অবস্থা খারাপ। দ্রুত ওসমানীতে নিয়ে যান।’

ভোররাতের দিকে ওসমানীর ফটক পর্যন্ত যাওয়ার পর রোগী নিস্তেজ হয়ে পড়েন। পরে জরুরী বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষনা করেন।

আব্দুর রহমান রিপন ক্ষোভ প্রকাশ করে বলেন, একজন সাধারণ রোগাক্রান্ত মানুষকে এখন এসব হাসপাতালগুলো করোনা ভাইরাসে আক্রান্ত বলে প্রথমেই সন্দেহ প্রকাশ করে ভর্তি করতে অনীহা প্রকাশ করে। অথচ সরকারের নির্দেশ প্রত্যেক হাসপাতালে যেন সাধারণ রোগীদের চিকিৎসা নিশ্চিত করা হয়। কিন্তু তারা এসব বিধি-বিধানের কোন তোয়াক্কা করছে না।

তিনি মানবিক কারনে সকল হাসপাতালে সাধারণ মানুষের চিকিৎসা নিশ্চিতের দাবি জানান।

বুধবার থেকে খুলে দেয়া হচ্ছে ফিলিস্তিনের গাজা উপত্যকার সব মসজিদ

0

ইনসাফ টোয়েন্টিফোর ডটকম | সোহেল আহম্মেদ


করোনাভাইরাসের সংক্রমণ রোধে গত দুই মাসেরও বেশি সময় বন্ধ থাকার পরে আগামী বুধবার থেকে ফিলিস্তিনের গাজা উপত্যকার সব মসজিদ খুলে দেয়া হচ্ছে।

দেশটির ধর্ম বিষয়ক মন্ত্রণালয় সোমবার (১ জুন) এ তথ্য জানিয়েছে। খবর আনাদোলু এজেন্সি’র।

মন্ত্রণালয়ের সহকারি সচিব আবদেল-হাদী আল-আগা গাজা সিটিতে এক সংবাদ সম্মেলনে বলেন, “সমস্ত মসজিদই নামাজের জন্য পূণরায় খোলে দেয়া হবে। তবে মসজিদে নামাজ ছাড়া অন্য কোন ধর্মীয় কর্মকাণ্ডের অনুমতি দেওয়া হবে না।”

এসময় তিনি করোনাভাইরাস বিস্তার রোধে সহায়তা করার জন্য মুসুল্লিদের প্রতি আহ্বান জানান। সাথে সাথে মাস্ক ব্যবহার এবং সামাজিক দূরত্বের নিয়মগুলি বজায় রাখাসহ মসজিদে সকল প্রকার প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ পূর্বক নামাজ আদায় করার অনুরোধ জানান।

উল্লেখ্য, করোনাভাইরাসের সংক্রমণ রোধে ফিলিস্তিনি কর্তৃপক্ষ গত মার্চ মাসের শেষদিকে গাজা উপত্যকার সমস্ত মসজিদ বন্ধ করে দিয়েছিলো।

করোনায় ন্যাশনাল ব্যাংকের কর্মকর্তার মৃত্যু

0

করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে ন্যাশনাল ব্যাংকের রাজধানীর দিলকুশা শাখার কর্মকর্তা মো. বাশারের মৃত্যু হয়েছে (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

সোমবার (১ জুন) সন্ধ্যা সাড়ে ৬টায় হলি ফ্যামিলি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। সিনিয়র অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট (এসএভিপি) পদবীর এ কর্মকর্তা দিলকুশা শাখায় কর্মরত ছিলেন।

ন্যাশনাল ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) এস এম বুলবুল বিষয়টি নিশ্চিত করে জানান, আমাদের ব্যাংকের সিনিয়র অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট মো. বাশার আজ সন্ধ্যায় মৃত্যুবরণ করেছেন। করোনায় আক্রান্ত হয়ে তিনি হলি ফ্যামিলি হাসপাতালে ভর্তি ছিলেন।

তিনি জানান, মঙ্গলবার (২ জুন) থেকে দিলকুশা শাখাটি আংশিকভাবে লকডাউন ঘোষণা করা হবে। পরিস্থিতি বিবেচনায় শাখাটি পুরোপুরি লকডাউন করাও হতে পারে। আগামীকাল থেকে দিলকুশা শাখার কিছু অফিসিয়াল কাজ প্রধান কার্যালয়ে স্থানান্তর করা হবে। তবে গ্রাহকরা আশপাশের যেকোনো শাখায় ন্যাশনাল ব্যাংকের সেবা নিতে পারবেন বলে জানান তিনি।

এখন পর্যন্ত কোভিড-১৯ আক্রান্ত হয়ে কেন্দ্রীয় ব্যাংকসহ বিভিন্ন বাণিজ্যিক ব্যাংকের ৮ জন ব্যাংক কর্মকর্তা মারা গেছেন। এছাড়া এখন পর্যন্ত প্রায় ৬০ জন ব্যাংক কর্মকর্তা এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন।

সিলেটে আইসোলেশন ওয়ার্ডে ২ জনের মৃত্যু

0

সিলেটে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে দুজনের মৃত্যু হয়েছে।

গতকাল রোববার বিকেলে ও রাতে ওই দুজনের মৃত্যু হয়। তাঁদের একজনের বয়স ৭৮ বছর ও অপরজনের বয়স ৫৫ বছর।

হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) সুশান্ত কুমার মহাপাত্র এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

সুশান্ত কুমার মহাপাত্র বলেন, মৃত দুজনের নমুনা পরীক্ষা হলেই নিশ্চিত হওয়া যাবে তাঁরা কোভিড–১৯–এ আক্রান্ত ছিলেন কি না।

হাসপাতাল সূত্রে জানা গেছে, মারা যাওয়া দুজন করোনাভাইরাসের উপসর্গ নিয়ে দুদিন আগে হাসপাতালে ভর্তি হয়েছিলেন। তাঁদের হালকা জ্বর ও শ্বাসকষ্ট ছিল। এর মধ্যে একজনের হৃদরোগও ছিল। অপরজনের বার্ধক‌্যজনিত সমস‌্যা ছিল।

ব্রেকিং নিউজ | আওয়ামী লীগ নেতা নাসিমের করোনা শনাক্ত

0

সাবেক স্বাস্থ্যমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোহাম্মদ নাসিমের করোনা শনাক্ত হয়েছে।

সোমবার রাতে তার ছেলে সাবেক সংসদ সদস্য তানভীর শাকিল জয় এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে রাজধানীর শ্যামলীর বাংলাদেশ স্পেশালাইজড হসপিটালে ভর্তি হন মোহাম্মদ নাসিম।

হাসপতালে ভর্তির পর তার করোনাভাইরাসের পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করে পাঠানো হয়।

লুটপাটের অংশ হিসেবে বাস ভাড়া বাড়িয়েছে সরকার: মির্জা ফখরুল

0

বিএনপি’র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘করোনা মহামারির ভয়াবহতা বিবেচনা না এনে সবকিছু খুলে দিয়ে সরকার কানে তুলা দিয়েছে।’

সোমবার (১লা জুন) দুপুরে, এক সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব এই মন্তব্য করেন।

বাসভাড়া ৬০ শতাংশ বাড়ানোর সিদ্ধান্তের সমালোচনা করেছেন বিএনপির মহাসচিব। তিনি বলেছেন, ‘এটা অমানবিকতা। কম আয়ের মানুষই বাসে ওঠে। কার স্বার্থে বাস ভাড়া বাড়িয়েছে? মালিকদের স্বার্থে। মালিকদের আবার অনুদান দিচ্ছে। পুরো বিষয়টা হয়েছে লুটপাটের জন্য।’

করোনাভাইরাস মোকাবিলায় শুরু থেকে সরকারের সব পদক্ষেপই ভুল ছিল উল্লেখ করে বিএনপির মহাসচিব বলেন, ‘বারবার করে বিশেষজ্ঞরা বলছেন এবং তাঁদের নিয়োজিত পরামর্শক কমিটিই বলেছে, আরও কিছুদিন নিয়ন্ত্রণে রাখতে। প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসকও বলেছেন।’

মির্জা ফখরুল বলেন, ট্রেন, বাস, লঞ্চে মানুষ গাদাগাদি করে উঠছে। বাংলাদেশে গণপরিবহন এভাবে নিয়ন্ত্রণ করা সম্ভব না। আরও সময় নিতে পারত।

বিএনপির মহাসচিব বলেন, দায়িত্বশীলতা নেই বলেই সরকার তুঘলকি কারবার করছে। জনগণকে মহাবিপদের দিকে ফেলে দেওয়া হয়েছে। তিনি বলেন, সরকারের দায়িত্বহীনতা, সমন্বয়হীনতা। মনেই হয় না যে সরকার আছে। একেক বিভাগ একেক রকম সিদ্ধান্ত নিচ্ছে। সরকারের সুনির্দিষ্ট কোনো দিকনির্দেশনা নেই। সরকারের একলা চলো নীতি উদ্দেশ্যপ্রণোদিত।

সিকদার গ্রুপের দুই ভাইয়ের দেশ ছাড়ার প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, ‘সরকার কোথায়? আজকে এই কারণেই দেশ ভয়াবহ পরিণতির দিকে যাচ্ছে।’

তিনি বলেন, ‘কৃষকদের ন্যায্যমূল্য পাওয়ার ব্যাপারে সরকারের কোনো উদ্যোগ নেই। ধান কাটার নামে আওয়ামী লীগ নেতারা কৃষকের পাকা ধান নষ্ট করেছেন। কোথাও কাঁচা ধান কেটেছেন। বিএনপি কৃষকের ধান কাটতে সহায়তা করেছে।’

বিএনপির মহাসচিব বলেন, ‘বোরো ধানের উৎপাদন হবে প্রায় দুই কোটি মেট্রিক টন। আর সরকার সংগ্রহ করবে ধান ৮ লাখ ও চাল ১৪ লাখ টন, যা উৎপাদনের মাত্র ৯ শতাংশ। বিএনপি এই পরিমাণ ২০ শতাংশ করার দাবি জানায়।’

তিনি আরও বলেন, গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি চিকিৎসক জাফরুল্লাহ চৌধুরীর প্রতিষ্ঠানের কিট প্রমাণিত হয়ে গেছে যে সেটা কার্যকর। তিনি জাফরুল্লাহ চৌধুরীর দ্রুত রোগমুক্তি কামনা করেন।

করোনাভাইরাসে সংক্রমিত হয়ে যেসব বিশিষ্ট ব্যক্তি ও বিভিন্ন পেশাজীবী মারা গেছেন, তাঁদের প্রতি শ্রদ্ধা জানান বিএনপির মহাসচিব।

করোনায় আক্রান্ত হয়ে সুনামগঞ্জের আওয়ামী লীগ নেতার মৃত্যু

0

সুনামগঞ্জের ছাতকে করোনা আক্রান্ত হয়ে আব্দুল হক নামের এক ইউনিয়ন আওয়ামী লীগ নেতার মৃত্যু হয়েছে।

আব্দুল হক উপজেলার জাউয়া বাজার ইউনিয়ন আওয়ামী লীগ নেতা।

জেলায় করোনা আক্রান্তদের মধ্যে এটিই প্রথম মৃত্যুর ঘটনা।

সোমবার সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে বলে জানান ছাতক উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রাজীব চক্রবর্তী।

তিনি জানান, ২৯ মে আব্দুল হক এবং তার ছেলের শরীরে করোনাভাইরাস শনাক্ত হওয়ার পর চিকিৎসার জন্য তাকে সিলেটে পাঠানো হয়।

দেশকে তিন ভাগ করা হবে: স্বাস্থ্যমন্ত্রী

0

স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক জানিয়েছেন, করোনাভাইরাস আক্রান্তের মাত্রার ওপর ভিত্তি করে দেশকে লাল, হলুদ ও সবুজ- এই তিন জোনে ভাগ করা হবে।

সোমবার (১ জুন) সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে করোনা পরিস্থিতি নিয়ে বৈঠক শেষে স্বাস্থ্যমন্ত্রী সাংবাদিকদের এ তথ্য জানান। বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালসহ অন্যান্যরা উপস্থিতি ছিলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমাদের টেস্টের হার বাড়ছে, টেস্টের সঙ্গে সঙ্গে সংক্রমণের সংখ্যাও বাড়ছে। সেজন্য আমরা কয়েকটি জোন– রেড জোন, ইয়োলো জোন, গ্রিন জোন মার্কিং করেছি। এটা প্রধানমন্ত্রীর নির্দেশনা ছিল যে, এই রেড জোনকে কীভাবে গ্রিন জোন করা যায়। সেটা নিয়েই আজকে আলোচনা হয়েছে।’

তিনি বলেন, ‘অনেকে অনেক কথা বলেছেন, স্বাস্থ্যমন্ত্রী এগুলো নোট করেছেন। উনি এগুলো ইমপ্লিমেন্ট (বাস্তাবায়ন) করবেন। ইনি (স্বাস্থ্যমন্ত্রী) একটা প্রস্তাবনা দেবেন আমরা খুব শিগগিরই সেটা বাস্তবায়ন করব।’

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘জোন এখনও করা হয়নি, করা হবে। যখন জোন করব আপনারা জানতে পারবেন। আপনারা জানেন ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুর ও ইদানিং চট্টগ্রাম–এখানে সবচেয়ে বেশি সংক্রমণ। যদি কোনো জোন রেড হয়ে থাকে, তবে এগুলোই হয়তো রেড হবে। আর বাংলাদেশের অধিকাংশ উপজেলাগুলো এখনও অনেকাংশ ভালো আছে। আমরা সেটা ভালো রাখতে চাই। রাখার জন্যই আজকের এই সভা।’

তিনি বলেন, ‘গত পরশুদিন প্রধানমন্ত্রীর সঙ্গে আমি দেখা করেছিলাম আমাদের বিশেষজ্ঞ টিম নিয়ে। প্রধানমন্ত্রীর সঙ্গে এ বিষয়ে বিস্তারিত আলাপ হয়েছে। উনি পরামর্শ দিয়েছেন, সেই পরামর্শ অনুযায়ী আজকে আমরা বসলাম। আমরা একটা প্ল্যান (পরিকল্পনা) তৈরি করে দেব। প্ল্যানটা এখানে নীতিগতভাবে আলোচনা হয়েছে। আমরা প্ল্যানটা আরও সুনির্দিষ্টভাবে করে দেব।’

স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, ‘মেয়র মহোদয়, আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয়, আমাদের স্থানীয় সরকারের এনারা এবং আমরাও থাকব– সবাই মিলে বাস্তবায়ন করার চেষ্টা করব। জোনিংটা কীভাবে করা হবে, বিশেষজ্ঞরা সেই পরিকল্পনাটা করবেন। জোনিংয়ের মাধ্যমে যে জোনটায় সবচেয়ে বেশি সংক্রমিত হবে, যেমন ধরুন একটা ছোট্ট এলাকা আমরা বলব, এই এরিয়াটা বন্ধ থাকবে এই কয়দিনের জন্য। বিশেষজ্ঞরা পরামর্শ দেবেন সে অনুযায়ী আমরা কাজ করব।’