Home Blog Page 4556

অর্ধযুগ পেরিয়ে মানুষের কল্যাণে ইনসাফ

0

নুরুসসালাম গালিব | হয়বতনগর, কিশোরগঞ্জ


আল্লাহ তায়ালা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের উপর মহাগ্রন্থ আল কোরআন নাযিল করেছেন মানুষের হেদায়েতের জন্য৷ মানুষের মাঝে ন্যায়-নীতির বাণী ছড়িয়ে দেওয়ার জন্য। তাঁর ওফাতের পর থেকে এ পর্যন্ত মানুষের মাঝে ন্যায়-নীতি, শান্তির আলো ছড়িয়ে দেওয়ার জন্য কেউ না কেউ নিজের জীবন উৎসর্গ করেছেন। তেমনি ইনসাফ পত্রিকা মানুষের কল্যাণের মাধ্যমে অর্ধযুগ পেরিয়েছে৷ আলহামদুলিল্লাহ। বর্তমান সময়ে এরকম একটি পত্রিকা পাওয়া কষ্টসাধ্য।

আমার প্রিয় অন্যতম একটি পত্রিকা ইনসাফ। যেটি চব্বিশ ঘণ্টা নির্ভুল তথ্য দিয়ে মানুষের কাছে জনপ্রিয় হয়ে উঠেছে। আমার দুচোখে ইনসাফের নিউজ ভালোই লাগে৷ তবে পত্রিকাটিতে যদি বিভিন্নরকম অংশ থাকে তাহলে তরুণেরা বেশ উপকৃত হবে। যেমনঃ কবিতা, গল্প, প্রতিযোগিতা ইত্যাদি।

সময়ের সাথে, পরিস্থিতির সাথে তাল মিলিয়ে ইসলামিক ক’টা পত্রিকা অর্ধযুগ পেরুতে পেরেছে? ইনসাফের সফলতা যুগযুগ যেন সত্যকে আঁকড়ে ধরে সেই কামনা৷ যারা ইনসাফকে দৃঢ়তার সাথে এগিয়ে নিয়ে যাচ্ছে তাদের জন্য শুভ কামনা। তাদেরকে আল্লাহ উত্তম জাযা দান করুন! ইনসাফের সফলতা আমাদের জন্য গৌরবের। সবসময় ইনসাফের পাশে থাকার চেষ্টা করব ইনশাআল্লাহ।

সত্যকে জয় করে ইনসাফ প্রত্যেকটা মানুষের কাছে পৌঁছাতে পারলেই আমাদের সফলতা।

সহজ ও সাবলীল ভাষায় স্বল্প কথায় ব্যাখ্যা করাটা সম্ভব না৷ তবুও আমি ছোট্ট মানুষটার অনুভূতি এখানে প্রকাশ করেছি৷

ইসলামী সমাজ ও সত্যকে প্রতিষ্ঠা করার জন্য এরকম পত্রিকা থাকাটা অত্যন্ত জরুরি। যিনি ও যারা ইনসাফের মাধ্যমে সত্যকে প্রতিষ্ঠা করার উদ্যোগ নিয়েছিল তাদের জন্য একবুক ভালোবাসা।

এগিয়ে যাক ইনসাফ, অর্ধযুগ পেরিয়ে যুগযুগ ধরে চলতে থাকুক ইনসাফ। প্রতিষ্ঠা হোক সত্য, বয়ে আনুক শান্তি। শুভ কামনা, শুভ হোক ইনসাফের পথচলা।

ইনসাফ এখন তৌহিদী জনতার বিশ্বস্ত সংবাদ মাধ্যম

0

মুহাম্মাদ ইরফান সোলাইমান | সহকারী প্রতিষ্ঠাতা সম্পাদক : আলোকিত মিডিয়া টোয়েন্টিফোর ডটকম


ইনসাফ বাংলাদেশের ইসলামী ঘরোনার প্রথম অনলাইন পত্রিকা। ইনসাফের অনুপ্রেরণায় এখন অনেক পোর্টাল তৈরী হয়েছে। শত শত নতুন সংবাদকর্মী তৈরী হয়েছে। বিশেষ করে ক্বওমি অঙ্গনের অধিকাংশ ইনসাফের কারণে নিউজ পোর্টালের সাথে পরিচিত হয়েছে। এর আগে মানুষ মিডিয়া সমন্ধে তেমন কিছু জানতো না।

২০১৩ সালের হেফাজতের উত্থানকে ঘিরেই মূলত ইনসাফের পথচলা। যখন মিডিয়ার শূণ্যতা ওলামায়ে কেরাম প্রচণ্ডভাবে উপলব্ধি করলেন, ঠিক তখনই মাহফুজ খন্দকার এগিয়ে আসলেন মিডিয়া কার্যক্রম শক্তিশালীর করার জন্য। ইনসাফ প্রতিষ্ঠার অনেক আগ থেকেই মাহফুজ ভাইয়ের সম্পর্কের সুবাধে ইসলামী অঙ্গণের বিভিন্ন খবরা খবর পেতাম।

আলহামদুলিল্লাহ! সেই মাহফুজ খন্দকার থেকে এখন ইনসাফ বাংলার শত শত তরুণের অন্তরে। তিনি মিডিয়াতে তরুণদের আগ্রহী করেছেন। ইনসাফ থেকে উৎসাহীত হয়ে আমরা নিজেরাও আঞ্চলিক একটি পত্রিকা করেছি।

ভালবাসি মাহফুজ খন্দকার ও ইনসাফকে। অর্ধযুগ পূর্তি ও ৭ম বর্ষে পদার্পণ উপলক্ষে হৃদয় নিঙরানো ভালবাসা রইলো। মুরুব্বীদের আস্থার প্রতীক ইনসাফকে দৈনিক পত্রিকা হিসেবে দেখতে চাই।

নির্দিষ্ট ব্যক্তি গোষ্ঠী নয়, অর্ধযুগে ইনসাফ গণমানুষের মুখপত্র

0

মুফতী শামীম আল আরকাম | সভাপতি : মারকাযুস সাহাবা বাংলাদেশ


পাঠক সমাদৃত অনলাইন পত্রিকা ইনসাফের অর্ধযুগ ফূর্তিতে সম্পাদক, সংবাদকর্মীসহ ইনসাফ সংশ্লিষ্ট সকলকে শুভেচ্ছা জানাচ্ছি।

প্রতিষ্ঠাকাল হতেই পত্রিকাটির সাথে আমার দারুণ সখ্যতা। ইনসাফের সবচেয়ে ভালোলাগা বিষয় হল- পত্রিকাটি কোন নির্দিষ্ট ব্যক্তি, গোষ্ঠীর না হয়ে গণমানুষের সংবাদ প্রকাশে নিজের অবস্থানকে সুস্পষ্ট করতে পেরেছে। যা একটি সংবাদ মাধ্যমের কাছে সংবাদ প্রিয় মানুষের প্রথম চাওয়া। একচেটিয়া, বুর্জুয়া ও তেলেসমাতি সংবাদ প্রচারকে পাশ কাটিয়ে গণমানুষের চাহিদা পূরণে ইনসাফ বরাবরই তাঁর এ সফল অগ্রযাত্রাকে সামনে এগিয়ে নিবে এমনটাই আশা করছি।

দেশ ও জাতির সর্বাবস্থায় ইনসাফের কথা বলে যাবে ইনসাফ

0

ড. তৌফিক রহমান চৌধুরী | চেয়ারম্যান : বোর্ড অব ট্রাস্টিজ মেট্রোপলিটন ইউনিভার্সিটি, সিলেট।


সংবাদমাধ্যম সমাজের দর্পণ। দেশ ও জাতির সমস্যা-সম্ভাবনা, সংকট-উত্তরণ সব প্রতিফলিত হয় সংবাদমাধ্যমে। রাষ্ট্রের পঞ্চম স্তম্ভ হিসেবে সংবাদমাধ্যম তাই অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই গুরুত্বপূর্ণ কাজটি করে যাচ্ছে ইনসাফ। হাঁটি হাঁটি পা পা করে এই সংবাদমাধ্যম ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করছে, এটি নিশ্চয়ই আনন্দের।

বর্তমানে আমরা খুব কঠিন সময় পার করছি। মহামারি করোনাভাইরাস বিশ্বজুড়ে মানুষকে আতঙ্কের মধ্যে রেখেছে। প্রতিদিন প্রাণ ঝরছে মানুষের। বাংলাদেশও এর বাইরে নয়। এই সংকটময় সময়ে ইনসাফ অনাড়ম্বরভাবেই প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করছে বলেই মনে করছি। যে সংবাদমাধ্যমের সাথে ইনসাফ শব্দটি যুক্ত, সেই সংবাদমাধ্যম নিশ্চয়ই বেইনসাফের মতো এই দুঃসময়ে জাঁকজমক অনুষ্ঠানের আয়োজন করবে না।

ইনসাফের কথা বলছিলাম। আমাদের সমাজে, আমাদের সকল ব্যবস্থায় এখন ইনসাফ খুবই গুরুত্বপূর্ণ, খুবই জরুরি। কারণ, আমরা দিনে দিনে অমানবিক হচ্ছি; মনুষত্ববোধ হারাচ্ছি। সমাজে ইনসাফ করতে পারছি না আমরা। মানুষের হক আদায় করছি না। আমরা ডুবে আছি পাপ-পঙ্কিলতার সাগরে। ফলে আমাদের সামনে কঠিন পরীক্ষা এসে হাজির হচ্ছে, মহাবিপদে পড়ছি আমরা।

এরকম সময়ে দেশ ও জাতির সর্বাবস্থায় ইনসাফের কথা বলে যাবে ইনসাফ, সে প্রত্যাশাই করছি। ইনসাফকে শুভেচ্ছা, শুভকামনা।

ইনসাফের ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আল্লামা আতাউল্লাহ হাফেজ্জী শুভেচ্ছা বার্তা

0

আল্লামা আতাউল্লাহ হাফেজ্জী | মুহতামিম : জামিয়া নুরিয়া কামরাঙ্গিচর, সহসভাপতি : বেফাক, আমীর : খেলাফত আন্দোলন


আলহামদুলিল্লাহ। আল্লাহর রহমতে বাংলাদেশের প্রথম অনলাইন পত্রিকা হিসেবে আমাদের প্রিয় ইনসাফ ৬ বছর অতিক্রম করেছে। আমি মহান রাব্বুল আলামীনের কাছে শুকরিয়া আদায় করছি।

ইনসাফ শুরু থেকেই বস্তুনিষ্ঠ সংবাদ প্রচারে বাংলাদেশের তৌহিদী জনতার আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে। ইনসাফ সত্যিকার অর্থেই ইনসাফপূর্ণ ভাবে সংবাদ প্রচার করে আসছে। কোনো দল বা মতের পক্ষপাতিত্ব না করে খুবই সমন্বয়ের সাথে নৈতিকতা ধরে রাখতে সক্ষম হয়েছে।

ইনসাফ যেভাবে মিডিয়ার জগতে এগিয়ে এসেছে তেমনিভাবে আমাদেরও মিডিয়াকে জোরদার করার জন্য এগিয়ে আসতে হবে। অর্থনৈতিক, সার্বিক পরামর্শ দিয়ে ইনসাফের পাশে না দাঁড়ালে ভবিষ্যৎ পথচলা সুখকর হবেনা।

আমি ইনসাফের এই ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকীতে সম্পাদক সাইয়েদ মাহফুজ খন্দকার সহ পত্রিকার উপদেষ্টা মণ্ডলী, কর্মী, কলাকৌশলী, বিজ্ঞাপনদাতা ও পাঠকবৃন্দ সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। ইনসাফ আমাদের মাঝে বেঁচে থাকুক হাজার বছর। এই কামনা করি।

ইনসাফ সত্যিই জাতীয় পর্যায়ে অনন্য

0

মুহাম্মাদ রুহুল আমীন নগরী | সম্পাদক : সিলেট রিপোর্ট


অনলাইন জগতে ইনসাফ কম সময়ে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে। আলহামদুলিল্লাহ। আমাদের মিডিয়ার শুন্যতা কিছুটা হলেও ঘাটতি পূরণ হচ্ছে।

বস্তুনিষ্ঠতার আলোকে সংবাদ প্রচারে ইনসাফ সত্যিই জাতীয় পর্যায়ে অনন্য।

আমরা আঞ্চলিক পর্যায়ে ২০১০ সাল থেকে সিলেট রিপোর্ট ডটকম যখন শুরু করি, তখন ইসলামী অঙ্গণে বিশাল শুন্যতার ঠিক যৌবন কালেই ইনসাফের সহযাত্রায় আমরা আনন্দিত। মনে প্রাণে ইনসাফের সফলতা কামনা করছি।

ইনসাফের প্রতিষ্ঠা বার্ষিকীতে আমাদের আন্তরিক অভিনন্দন ও শুভকামনা করছি। ধন্যবাদ সাইয়েদ মাহফুজ খন্দকার সহ সহযোদ্ধাদের।

ইনসাফ অবহেলিত ও মাজলুমের কথা বলবে

0

মাওলানা বাহাউদ্দীন জাকারিয়া | মুহতামিম : জামিয়া হুসাইনিয়া আরজাবাদ ও সহসভাপতি : বেফাক


দেখতে দেখতে ইনসাফ ৭ম বর্ষে পদার্পণ করল। যাত্রার সূচনা যদিও সীমিত পরিসরে ছিল, হালে তা মানুষের হৃদয়ে স্থান করে নিতে পেরেছে বলে আমি মনে করি। এ অবস্থান দৃঢ়তার সাথে যেন ধরে রাখতে পারে এ প্রার্থনা করি।

বর্তমান সমাজের সর্বত্রই ইনসাফ (জাষ্টিস) অবহেলিত, বিতাড়িত, নির্বাসিত, তাই ইনসাফের মাধ্যমে মানুষ ইনসাফের বাণী শুনতে পারবে, জানতে পারবে এ প্রত্যাশা আমার।

ইনসাফ মাজলুমের পক্ষে কথা বলবে, ইনসাফ অবহেলিত জনতার কথা বলবে, অধিকার হারা মানুষের অধিকার ফিরে পাবার আওয়াজ তুলবে, নিপীড়িত, নির্যাতিত মানুষের পাশে দাঁড়াবে এটাই আমার কামনা বাসনা।
সোনার বাংলা, স্বনির্ভর বাংলার শঠতাপূর্ণ স্লোগানের অসারতা জাতির সম্মুখে তুলে ধরে ইনসাফ ইসলামী বাংলার দাওয়াত প্রদান করবে এ আশা আমার।

সম্পাদক ও প্রকাশক, উপদেষ্টা, সংবাদ কর্মীসহ সকলের প্রতি রইল শুভেচ্ছা। সকলের সর্বাঙ্গীন কামনা করি।

ইনসাফের ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শাইখ আহমাদ বিন ইউসুফ আল-আযহারীর শুভেচ্ছা বার্তা

0

শাইখ ক্বারী আহমাদ বিন ইউসুফ আল-আযহারী | সভাপতি, আন্তর্জাতিক কুরআন তিলাওয়াত সংস্থা (ইক্বরা)


দেশের ইসলামী অঙ্গনের প্রথম অনলাইন পত্রিকা ইনসাফকে অর্ধযুগ পূর্তিতে আন্তর্জাতিক কুরআন তিলাওয়াত সংস্থা (ইক্বরা) এর পক্ষ থেকে জানাই আন্তরিক অভিনন্দন।
মিডিয়া অঙ্গনে ইনসাফের কাজগুলো সর্বদা সত্যের পক্ষে হোক, মসৃণ হোক এই কামনা করি।

ইনসাফের ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের শুভেচ্ছা বার্তা

0

দেশের অন্যতম ইসলামী অনলাইন পত্রিকা ইনসাফের প্রতিষ্ঠা বার্ষিকীতে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণ সভাপতি মাওলানা মুহাম্মদ ইমতিয়াজ আলম ও সেক্রেটারী মাওলানা এবিএম জাকারিয়া আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

এক শুভেচ্ছা বার্তায় নেতৃদ্বয় বলেন, ইনসাফের বস্তুনিষ্ঠ সংবাদ পাঠক মহলে ব্যাপক সমাদৃত হয়েছে। নেতৃদ্বয় ইনসাফের সম্পাদক, প্রকাশক, সর্বস্তরের সংবাদকর্মীসহ বিভিন্ন বিভাগীয় প্রধান ও কর্মীদের শুভকামনা ও শুভেচ্ছা জানিয়ে তাদের সুস্থতা ও সার্বিক সফলতা কামনা করেছেন। সেইসাথে ইনসাফ দেশ, ইসলাম ও মানবতার পক্ষে আরো বলিষ্ঠ ভূমিকা পালন করবে এটাই প্রত্যাশা করছি।

ইনসাফকে নিয়ে আমি গর্ব করি, স্বপ্ন দেখি!

0

মুহাম্মদ আসাদুজ্জামান ফাহিম | শিক্ষার্থী : জামিয়াতু ইব্রাহীম সাইনবোর্ড, ঢাকা


আজ যখন বাসায়, বাজারে কিংবা মাদ্রাসায়,সর্বত্র মিডিয়া নিয়ে নেতিবাচক আলোচনা হয়,তখন আমি মনেমনে এবং প্রকাশ্যে ইনসাফকে নিয়ে গর্ব করি।

সেই ২০১৩ সালে হলুদ মিডিয়াগুলো যখন বিভিন্নভাবে ইসলামকে নিয়ে কটাক্ষ ও হেয়প্রতিপন্ন করছিল, তখন আমার ছোট্ট হৃদয়ে অব্যক্ত একটি আফসোস ক্ষণে ক্ষণে নড়ে উঠত— তাদের এই আস্ফালন প্রতিহত করে তাদেরকে জবাব দেয়ার মতো একটি ইসলামি পত্রিকার আবির্ভাব কবে হবে? যা অনলাইন, প্রিন্ট ও ইলেক্ট্রিক সব ভার্সনে প্রতিষ্ঠিত হবে!

৫ মের ঘটনায় হৃদয়ের রক্তক্ষরণ অবস্থাতেই পরের বছর ঠিক একই দিনে অর্থাৎ ২০১৪ সালের ৫মে সম্পাদক সাইয়েদ মাহফুজ খন্দকার সাহেবের হাতে প্রতিষ্ঠিত হলো আস্থার প্রতিক ইসলামি ঘরোনার সর্বপ্রথম অনলাইন পত্রিকা ইনসাফ।

ইনসাফের প্রতিষ্ঠায় আমার মতো অনেকের হৃদয়ের দুঃখ ব্যথাগুলো অনেকটাই উপশম হয়ে যায়।

ইনসাফ তার সততা, দৃঢ়তা ও একনিষ্ঠতার মাধ্যমে পাঠকের মনে বেশ সাড়া ফেলেছে। একারণে আমরা দেখতে পাই মাত্র ৬ বছরে ইনসাফ অকল্পনীয়ভাবে বহু দূর এগিয়ে গিয়েছে। এখন ইনসাফ দীর্ঘ অর্ধ যুগ অতিক্রম করে পদর্পন করেছে সপ্তম বছরে।দোয়া করি ইনসাফ বেঁচে থাকুক হাজার বছর।

তবে স্বপ্নটা এখনো পূর্ণ হয়নি। আমি স্বপ্ন দেখি—প্রতিদিন সকালে হকার সাইকেলে করে অন্যান্য জাতীয় পত্রিকাগুলোর মাঝখান থেকে আমার প্রিয় ইনসাফের একটি তকতকে কপি আমার হাতে তুলে দিয়ে যাবে। যেখানে থাকবে ইসলামের পক্ষে কথা, জালিমের বিরুদ্ধে মাজলুমের পক্ষে কথা। থাকবে ইনসাফ তথা ন্যায়ের কথা। কামনা করি আল্লাহ আমাদের এই স্বপ্ন কবুল করুন।

আজ অর্ধযুগপূর্তী উপলক্ষে ইনসাফের সম্পাদক সাইয়েদ মাহফুজ খন্দকার সাহেব ও ইনসাফের সকল কর্মীকে প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন।