বৃহস্পতিবার | ১৮ সেপ্টেম্বর | ২০২৫

মাত্র ৫৮ দিনে পূর্ণ কুরআন হাতে লিখলেন কাশ্মিরি যুবক

মাত্র ৫৮ দিনে নিজহাতে পবিত্র কোরআনের প্রতিলিপি তৈরি করেছেন ভারতের কাশ্মিরের রাজধানী শ্রীনগরের বাসিন্দা আদিল নাবি মীর নামে এক কাশ্মিরি যুবক। ২৭ বছর বয়সী যুবক আদিল মীরের নিজ ধর্মের প্রতি এই অনুরাগ সবাইকে অবাক করেছে।

করোনা মহামারীতে কোয়ারেন্টিনের সময়টা কাজে লাগিয়ে তিনি এ কাজ সম্পাদন করেন।

আদিল জানান, কোরআনের প্রতিলিপি তৈরির পর তার জীবনেও ব্যাপক পরিবর্তন এসেছে। তিনি এখন নিজেকে ইসলাম ধর্মের খুব কাছে অনুভব করছেন।

তিনি জানান, প্রতিলিপিটি এখনো কোনো আলেমকে দেখানো হয়নি। বিজ্ঞ কোনো আলেমকে দেখিয়ে সেটি সংশোধনের জন্য যোগাযোগ করা হচ্ছে। মানুষের ভুল হওয়া স্বাভাবিক। এজন্য একজন আলেমকে এটি দেখানো জরুরি মনে করছি। যদিও প্রতিটি পৃষ্ঠা লেখার পর একাধিকবার আমি নজর বুলিয়েছি।

আদিল নাবি মীর শ্রীনগরের ইসলামিয়া কলেজ থেকে বিএসসি সম্পন্ন করেছেন। নিজহাতে কোরআনের প্রতিলিপি তৈরি করা তার শৈশবের স্বপ্ন ছিল। ভবিষ্যতে হাদিসের কিতাবগুলোও হাতে লিখবেন বলে তিনি আশাবাদী।

সূত্র : ইটিভি ভারত, ডয়চে ভেলে ও ইকনা

spot_img
spot_img

এই বিভাগের

spot_img