বৃহস্পতিবার | ১৮ সেপ্টেম্বর | ২০২৫

সশরীরে ক্লাস-পরীক্ষা স্থগিত করল জগন্নাথ বিশ্ববিদ্যালয়

করোনাভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ায় সব ধরনের ক্লাস-পরীক্ষা স্থগিত করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি)। আগামী ৬ ফেব্রুয়ারি পর্যন্ত এ সিদ্ধান্ত কার্যকর থাকবে। তবে সেশনজট এড়াতে সব বর্ষের ক্লাস অনলাইনে নেওয়া হবে।

শুক্রবার (২১ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের এক জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন উপাচার্য অধ্যাপক ড. ইমদাদুল হক।

তিনি বলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে সশরীরে সব ক্লাস পরীক্ষা বন্ধ থাকবে। তবে অনলাইনে ক্লাস চলবে। দু’সপ্তাহ পরে সংক্রমণ কমলে পরবর্তীতে সিদ্ধান্ত নেওয়া হবে।

চলমান পরীক্ষার বিষয়ে উপাচার্য বলেন, যেসব বিভাগে পরীক্ষা চলছে, সেগুলো নিয়ে অনুষদের ডিন ও বিভাগের চেয়ারম্যানদের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।

spot_img
spot_img

এই বিভাগের

spot_img