বৃহস্পতিবার | ১৮ সেপ্টেম্বর | ২০২৫

ইসরাইল অধিকৃত ফিলিস্তিনের এলাকাগুলোর পরিস্থিতি ভয়ানক: জাতিসংঘ মহাসচিব

জাতিসংঘের মহাসচিব অ্যান্তনিও গুতেরেস বলেছেন, একটি স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠার আগে পর্যন্ত এ অঞ্চলে শান্তি প্রতিষ্ঠিত হবে না। এটা খুব দ্রুত করতে হবে। নইলে সহিংসতা আরও ছড়িয়ে পড়বে।

তিনি বলেন, দিন দিন পশ্চিম জেরুসালেমসহ ফিলিস্তিনের ইসরাইল অধিকৃত এলাকাগুলোর পরিস্থিতি ভয়ানক হয়ে উঠছে। আন্তর্জাতিক সম্প্রদায়ের পক্ষে এ অঞ্চলের শান্তি ও নিরাপত্তার বিষয়টি পর্যবেক্ষণ করা কঠিন হয়ে পড়ছে।

মঙ্গলবার (৮ ফেব্রুয়ারি) ফিলিস্তিনিদের মানবাধিকার বিষয়ে একটি সভা শেষে তিনি এসব কথা বলেন।

জাতিসংঘ মহাসচিব বলেন, ইসরাইল-ফিলিস্তিন দ্বন্দ্ব নিরসনে জাতিসংঘ প্রতিশ্রুতিবদ্ধ। কিন্তু বিষয়টি নিয়ে আলোচনার সময় দ্রুত ফুরিয়ে আসছে। ​দ্বি-রাষ্ট্র নীতির মাধ্যমে এ সমস্যা সমাধানের চেষ্টা থেকে আমরা শেষ মুহুর্তে ফিরে আসতে চাই না।

জাতিসংঘ মহাসচিব আরও বলেন, ফিলিস্তিনিদের রাজনৈতিক, অর্থনৈতিক ও মানবাধিকার ফিরিয়ে দিতে জাতিসংঘ প্রতিশ্রুতিবদ্ধ।

spot_img
spot_img

এই বিভাগের

spot_img