রবিবার | ১৪ সেপ্টেম্বর | ২০২৫

ইসরাইল-সৌদির সম্পর্কের পূর্বে ফিলিস্তিন ইস্যুর সমাধান হওয়া প্রয়োজন: মুহাম্মাদ বিন সালমান

ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলের সাথে সম্পর্কের পূর্বে ফিলিস্তিন ইস্যুর সমাধান হওয়া প্রয়োজন বলে জানিয়েছেন সৌদি আরবের যুবরাজ মুহাম্মাদ বিন সালমান।

বৃহস্পতিবার (৩ মার্চ) যুক্তরাষ্ট্রের ম্যাগাজিন ‘দ্য আটলান্টিক’-এ প্রকাশিত এক সাক্ষাতকারে তিনি এ কথা বলেন।

মুহাম্মাদ বিন সালমান বলেন, আমরা ইসরাইলকে শত্রু হিসেবে দেখি না। আমরা তাদের সম্ভাব্য মিত্র হিসেবে বিবেচনা করি, যাদের সাথে আমরা একত্রে বিভিন্ন স্বার্থের সন্ধান করতে পারি। কিন্তু আমাদের তাতে যাওয়ার আগে কিছু বিষয় সমাধান করে নিতে হবে।

তিনি বলেন, ইসরাইলের সাথে সৌদি আরবের স্বাভাবিক সম্পর্কের জন্য আগে ফিলিস্তিন ইস্যুর সমাধান হওয়া প্রয়োজন।

সৌদি আরবের অবস্থান অনুযায়ী ইসরাইল ফিলিস্তিন ইস্যুর সমাধান করলেই তেলআবিবের সাথে রিয়াদ কূটনৈতিক সম্পর্ক স্থাপন করবে। তবে এটি যে মৈত্রীর সম্পর্ক হবে, তা কখনোই চিন্তা করা হয়নি।

spot_img
spot_img

এই বিভাগের

spot_img