দেশের ছয় বিভাগে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ অস্থায়ী বৃষ্টিপাত হতে পারে। বাতাসের গতিবেগ ঘণ্টায় ছাড়িয়ে যেতে পারে ৪০ কিলোমিটার পর্যন্ত। আশঙ্কা রয়েছে বজ্রপাতের। তবে, সাগরে আপাতত কোনো সর্তকতার কথা বলেনি আবহাওয়া কর্তৃপক্ষ।
গতকাল শনিবার (২ এপ্রিল) আবহাওয়া অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য জানিয়েছেন আবহাওয়াবিদ মুহাম্মাদ শাহিনুল ইসলাম।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সারা দেশে দিন ও রাতে তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। তবে, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, ঢাকা ও চিট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ অস্থায়ী বৃষ্টিপাত হতে পারে।
আবহাওয়া অধিদপ্তর জানায়, ছয় জেলায় বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় রাঙ্গামাটিতে ৩৫ ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন নেত্রকোনায় ২০ দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস।









