রবিবার | ২৮ ডিসেম্বর | ২০২৫
spot_img

দলীয় নেতাদের নাম উল্লেখ না করায় ঢাবিতে সাংবাদিককে মারধর করল ছাত্রলীগ কর্মী

প্রকাশিত সংবাদে ‘গুরুত্বসহ’ ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্যার এএফ রহমান হল শাখা ছাত্রলীগের সভাপতি রিয়াজুল ইসলাম এবং ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি আল নাহিয়ান খান জয়ের নাম উল্লেখ না করায় সাংবাদিককে মারধরের অভিযোগ উঠেছে ছাত্রলীগ কর্মী ফারহান তানভীর নাসিফের বিরুদ্ধে।

বৃহস্পতিবার (১৪ এপ্রিল) হলের ১১৫ নম্বর কক্ষে এ ঘটনা ঘটে।

অভিযুক্ত ছাত্রলীগকর্মী তানভীর নাসিফ ভাষাবিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। তিনি এফ আর হল ছাত্রলীগের সভাপতি মো. রিয়াজুল ইসলামের অনুসারী। রিয়াজুল কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয়ের অনুসারী।

এ বিষয়ে অভিযুক্ত নাসিফ বলছেন, এ বিষয়ে কথা কাটাকাটি ও খুনসুটি হলেও মারধরের কোনও ঘটনা ঘটেনি।

অন্যদিকে, অভিযোগকারী আশিকুল হক রিফাত গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের একই শিক্ষাবর্ষের শিক্ষার্থী এবং একটি অনলাইন পোর্টালের ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি। এ বিষয়ে হল প্রশাসনের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন তিনি।

তিনি অভিযোগ করে বলেন, গত ১১ এপ্রিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেডিক্যাল সেন্টারে অনশনরত মহিউদ্দিন রনির ‌অনশন ভাঙাতে যান ঢাবি ভিসি অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান। ওই সময় ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয়ও সেখানে উপস্থিত ছিলেন। এরপর দ্য ডেইলি ক্যাম্পাস নামে অনলাইন পোর্টালে ‘রনির অনশন ভাঙালেন ঢাবি ভিসি’ শিরোনামে একটি সংবাদ প্রকাশ করা হয়। সংবাদে জয়ের নাম কেন হাইলাইট করা হয়নি; সেটি নিয়ে অভিযুক্ত নাসিফ আমার সঙ্গে বাকবিতণ্ডায় জড়ান। ওইদিন ঘটনা বেশিদূর গড়ায়নি। পরে গতকাল (বুধবার) এফআর হল ছাত্রলীগের সাধারণ সম্পাদক মুনেম শাহরিয়ার মুনের একটি লেখা প্রকাশ করে দ্য ডেইলি ক্যাম্পাস। মুনেম শাহরিয়ার ঢাবি ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেনের অনুসারী। মুনের লেখা প্রকাশ করায় সেটি নিয়ে আজ আমাকে আবার জিজ্ঞাসাবাদ করে নাসিফ। সে বলে— তুই রিয়াজুল ইসলাম ভাইয়ের (সভাপতি) গ্রুপে থাকিস আর নিউজ-লেখা পাবলিশ করিস অন্য গ্রুপের নেতার (সাধারণ সম্পাদকের)। আর নিজের গ্রুপের নেতাদের কোনও নিউজ করিস না। তুই যদি আমার জুনিয়র হইতি তাহলে তোরে লাত্থি মেরে হল থেকে বের করে দিতাম।

এমন কথার প্রতিবাদ করায় নাসিফ আমার তলপেটে লাত্থি মারে বলে অভিযোগ করেন রিফাত হক। তিনি বলেন, পরে বুকে আর মুখে উপর্যুপরি ঘুষি মারে নাফিস।

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ