বৃহস্পতিবার | ১৮ সেপ্টেম্বর | ২০২৫

ফিলিস্তিনীদের সঙ্গে লড়াই করতে ইসরাইল অক্ষম: মোস্তফা বারগুসি

ফিলিস্তিনের রাজনৈতিক দল ন্যাশনাল ইনিশিয়েটিভের মহাসচিব মোস্তফা বারগুসি বলেছেন, অধিকৃত ভূখণ্ডে ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলের সমস্ত প্রকল্প ব্যর্থ হয়েছে এবং তারা ফিলিস্তিনের প্রতিরোধকামী সংগঠনগুলোর সঙ্গে লড়াই করতে অক্ষম।

ইরানের আরবি ভাষার স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল আল-আলমকেকে গতকাল (সোমবার) দেয়া এক সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন।

মোস্তফা বারগুসি বলেন, ফিলিস্তিনিদের বিরুদ্ধে লড়াই করার অক্ষমতার কারণেই ইসরাইলে নিরাপত্তা ব্যর্থ হয়েছে। তিনি বলেন, ইসরাইলের সবচেয়ে বড় ব্যর্থতা হচ্ছে রাজনৈতিক ব্যর্থতা। কারণ তারা কথিত ডিল অ দ্যা সেঞ্চুরির মাধ্যমে আরব দেশগুলোর সঙ্গে সম্পর্ক স্বাভাবিকীকরণের ভেতর দিয়ে ফিলিস্তিন ইস্যুকে কোণঠাসা করে ফেলতে চেয়েছিল কিন্তু তা করতে তারা সফল হয় নি।

অর্থনৈতিক উন্নয়নের মধ্যদিয়ে বিকল্প উপায়ে যে শান্তি প্রতিষ্ঠার কথা তারা বলেছিল সেটিও ব্যর্থ হয়েছে কারণ অবস্থার উন্নয়নের পরেও ফিলিস্তিনি জনগণ কোনক্রমেই ইসরাইলি দখলদারিত্ব মেনে নিতে রাজি নন। অন্যদিকে বাস্তবতা হচ্ছে যে, ফিলিস্তিনিদের জন্য সত্যিকার অর্থে কোন উন্নয়নের কর্মসূচি নেয়া হয় নি বরং অর্থনৈতিক অবস্থা খারাপ হয়েছে।

মোস্তফা বারগুসি আরও বলেন, ইহুদিবাদী সেনারা ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলনগুলোর বিরুদ্ধে নিবর্তনমূলক পথ বেছে নিয়েছে; অন্যদিকে ফিলিস্তিনের যোদ্ধারা নতুন ধরনের প্রতিরোধ আন্দোলন শুরু করেছেন যা নিয়ন্ত্রণের ক্ষমতা ইসরাইলের নেই।

সাক্ষাৎকারের এক পর্যায়ে মোস্তফা বারগুসি বলেন, কথিত দুই রাষ্ট্রভিত্তিক সমাধানের পরিকল্পনা ব্যর্থ হয়েছে এবং এই পরিকল্পনা ফিলিস্তিনিরা গ্রহণ করতে রাজি নন। তিনি বলেন, ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরাইলি দখলদারিত্ব ও বর্ণবাদের জন্য তেল আবিবকে চড়া মূল্য দিতে হবে। ফিলিস্তিনের প্রতিরোধ সংগঠনগুলো ক্ষমতার ভারসাম্য এখন নিজেদের অনুকূলে আনতে সক্ষম হচ্ছে বলেও তিনি মন্তব্য করেন।#

পার্সটুডে

spot_img
spot_img

এই বিভাগের

spot_img