আল আকসা মসজিদে আবারও ফিলিস্তিনিদের সঙ্গে সংঘর্ষে জড়িয়েছে ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলী বাহিনী।
শুক্রবার (২৯ এপ্রিল) নতুন করে এই সংঘর্ষে ইসরায়েলি বাহিনীর হামলায় অন্তত ৪২ ফিলিস্তিনি আহত হয়েছেন।
সকালের নামাজের পর মসজিদ প্রাঙ্গনে জড়ো হওয়া ফিলিস্তিনিদের উপর হামলা চালায় ইসরাইলী বাহিনী। রেড ক্রিসেন্ট জানায়, ফিলিস্তিনিদের দমনে স্টান গ্রেনেড ও রাবার বুলেট ব্যবহার করে ইসরাইল। তবে ইসরায়েলের দাবি, ইহুদিদের লক্ষ্য করে ফিলিস্তিনিরা পাথর ও আতশবাজি ছুড়তে শুরু করলে পরিস্থিতি নিয়ন্ত্রণে এগিয়ে আসে পুলিশ।
এই ঘটনায় দাঙ্গা উস্কে দেয়া ও পাথর ছোড়ার অভিযোগে বেশ কয়েকজনকে আটক করেছে বাহিনীটি। জনগণের নিরাপত্তা বজায় রাখার পাশাপাশি বিক্ষোভকারীদের দমনে কঠোর ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারিও দিয়েছে বাহিনীটি। রমজান মাস শুরুর পর প্রায় প্রতিদিনই আল আকসা মসজিদে ফিলিস্তিনিদের সঙ্গে ইসরায়েলি বাহিনীর সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে তিনশতাধিক ফিলিস্তিনি আহত হয়েছেন।
শুক্রবার মসজিদ চত্বরে ফিলিস্তিনিদের উপর ইসরায়েলি পুলিশের হামলার নিন্দা জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগান।
সূত্র: রয়টার্স