শুক্রবার | ১৬ জানুয়ারি | ২০২৬
spot_img

শাইখ মাহমুদ আফেন্দির ইন্তেকালে তুরস্কের ধর্মমন্ত্রীর শোক

তুরস্কের প্রখ্যাত আলিম ও আধ্যাত্মিক রাহবার শাইখ মাহমুদ আফেন্দির ইন্তেকালে শোক প্রকাশ করেছেন দেশটির দিয়ানাত ফাউন্ডেশনের প্রধান প্রফেসর ড. আলী এরবাস।

বৃহস্পতিবার (২৩ জুন) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক পোস্টে তিনি শোক প্রকাশ করেন।

তিনি বলেন, ইসলামী আকিদা-বিশ্বাস, ইবাদত, আখলাক এবং মু’আমালাতের আদেশ-নিষেধের দীক্ষা লাভ করে জীবনযাপনে জ্ঞান ও প্রজ্ঞার পথে দীর্ঘ সময় সংগ্রাম-সাধনায় লিপ্ত ছিলেন শাইখ মাহমুদ আফেন্দি।

তিনি আরও বলেন, হাজার হাজার ছাত্র গড়ার কারিগর আমাদের মাহমুদ আফেন্দি উস্তাযের জান্নাতের উঁচু মাকামে স্থান হোক, আমীন।

উল্লেখ্য, আজ বৃহস্পতিবার (২৩ জুন) ইস্তাম্বুলে শাইখ মাহমুদ আফেন্দি মৃত্যুবরণ করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ