শুক্রবার | ১৬ জানুয়ারি | ২০২৬
spot_img

শাইখ মাহমুদ আফেন্দির ইন্তেকালে এরদোগানের শোক প্রকাশ

তৌফিক আল ফারিস


তুরস্কের প্রখ্যাত আলিম ও আধ্যাত্মিক রাহবার শাইখ মাহমুদ আফেন্দির ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন দেশটির প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান।

বৃহস্পতিবার (২৩ জুন) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক পোস্টে তিনি শোক প্রকাশ করেন।

শোক প্রকাশ করে তিনি বলেন, ইসলামের জন্য নিবেদিতপ্রাণ ও আধ্যাত্মিক রাহবার শাইখ মাহমুদ আফেন্দির জন্য আল্লাহর রহমত কামনা করছি। আল্লাহ তাঁকে জান্নাত নসীব করুন, আমীন।

তিনি আরও বলেন, আমি শাইখ আফেন্দির পরিবার, শিক্ষার্থী ও ভক্তবৃন্দকে ছবরে জামীলের আহ্বান জানাই।

উল্লেখ্য, আজ বৃহস্পতিবার (২৩ জুন) ইস্তাম্বুলে শাইখ মাহমুদ আফেন্দি মৃত্যুবরণ করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ