তুরস্কের প্রখ্যাত আলেম শায়েখ মাহমুদ আফেন্দীর স্থলাভিষিক্ত হলেন তাঁর শিষ্য শায়েখ হাসান খিলিচ।
২৪ জুন শুক্রবার শায়েখ মাহমুদ আফেন্দীর জানাজায় তাঁর ছেলে আহমাদ আফেন্দী নতুন আমীরের নাম ঘোষণা করেন। এসময় উপস্থিত ছিলেন তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান।
শায়েখ মাহমুদ আফেন্দীর ইচ্ছা অনুযায়ী শায়েখ হাসান খিলিচকে আমীর করা হয়েছে বলে জানান আহমাদ আফেন্দী।
শায়েখ হাসান খিলিচ ১৯৩০ সালে তুরস্কের ট্রাবজন শহরের চায়কারা জেলায় জন্মগ্রহণ করেন। প্রাথমিক শিক্ষা গ্রামেই শেষ করেন। বুরসা শহরে সেনাবাহিনীতে কর্মরত থাকা অবস্থায় হাসান খিলিচ শায়েখ নুরী আফেন্দী থেকে তরিকতের দরস গ্রহণ করেন।
সূত্র : ডেইলি শাবাহ











