রবিবার | ১৪ সেপ্টেম্বর | ২০২৫

মসজিদে নববিতে শাহবাজের বিরুদ্ধে স্লোগান; ৬ পাকিস্তানির কারাদণ্ড

সৌদি আরবের মসজিদে নববিতে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ ও তার সফরসঙ্গীদের বিরুদ্ধে স্লোগান দেওয়ার অভিযোগে ৬ পাকিস্তানিকে কারাদণ্ড দিয়েছে সৌদি আদালত।

গত বৃহস্পতিবার (৪ আগস্ট) সৌদি আরবের একটি আদালত বিভিন্ন মেয়াদে পাকিস্তানের ৬ নাগরিককে এই কারাদণ্ড দেন।

মূলত শাহবাজ শরিফ ও তার প্রতিনিধিদলের সদস্যদের বিরুদ্ধে স্লোগান দিয়ে মদিনা নগরীর মসজিদে নববিকে অভিযুক্তরা অপবিত্র করেছেন বলে রায়ে জানিয়েছে আদালত।

গত শুক্রবার (৫ আগস্ট) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য নিউজ ইন্টারন্যাশনাল।

রায় ঘোষণার সময় সৌদি আদালত বলেন, হারাম-ই-মদিনায় ব্লাসফেমির অভিযোগে ছয় পাকিস্তানিকে দোষী সাব্যস্ত করা হয়েছে। দেশটির মিডিয়া রিপোর্ট অনুসারে, অভিযুক্তদের মধ্যে তিনজন পাকিস্তানির প্রত্যেককে ১০ বছরের কারাদণ্ড এবং বাকি তিনজন পাকিস্তানিকে ৮ বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে।

দ্য নিউজ ইন্টারন্যাশনাল-এর প্রতিবেদনে অনুযায়ী, ১০ বছরের কারাদণ্ডে দণ্ডিত হওয়া তিন পাকিস্তানি হচ্ছেন- আনাস, ইরশাদ এবং মুহাম্মদ সেলিম। এছাড়া ৮ বছরের কারাদণ্ডপ্রাপ্ত অন্য তিনজন হচ্ছেন- খাজা লুকমান, মুহাম্মদ আফজাল এবং গোলাম মুহাম্মদ।

spot_img
spot_img

এই বিভাগের

spot_img