রবিবার | ১৪ সেপ্টেম্বর | ২০২৫

সালমান রুশদীর উপর হামলা ইসলাম সমর্থন করে না : ড. ঈসা

ইসলাম বিদ্বেষী লেখক সালমান রুশদীর পক্ষে সাফাই গাইলেন রাবেতা আরবে ইসলাম-এর মহাসচিব ও ২০২২ সালের হজ্বের খতীব শায়েখ ড. মুহাম্মদ বিন আবদুল করিম আল-ঈসা।

তিনি বলেন, ‘নিউইয়র্কের লেখক সালমান রুশদির উপর যেই হামলা হয়েছে তা ইসলাম সমর্থন করে না। এটি স্পষ্ট একটি অপরাধ।’

রোববার (২২ আগস্ট) সৌদি সংবাদ মাধ্যম আরব নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন।

ড. ঈসা বলেন, ‘ইসলাম সহিংসতার বিরুদ্ধে। অতএব, সেই লেখকের আক্রমণাত্মক কোনো বাক্যাংশের জন্য তার উপর এভাবে হামলা করা ইসলামের দৃষ্টিতে বৈধ নয়।’

উল্লেখ্য; গত ১২ আগস্ট নিউইয়র্ক স্টেটে ইসলাম বিদ্বেষী লেখক ও সাহিত্যিক সালমান রুশদির ওপর হামলার ঘটনা ঘটেছে।

সূত্র: আল-আরাবিয়া

spot_img
spot_img

এই বিভাগের

spot_img