সোমবার | ১৫ সেপ্টেম্বর | ২০২৫

রানি দ্বিতীয় এলিজাবেথের নামে ওমরাহ করা ব্যক্তি গ্রেপ্তার

ব্রিটেনের প্রয়াত রানি দ্বিতীয় এলিজাবেথের নামে ওমরাহ করতে গিয়ে সৌদি আরবে গ্রেপ্তার হয়েছেন এক ব্যক্তি।

সোমবার (১২ সেপ্টেম্বর) তাকে গ্রেপ্তার করা হয়।

সৌদির বিভিন্ন সংবাদমাধ্যমের বরাত দিয়ে এক প্রতিবেদনে এএফপির এক প্রতিবেদনে বলা হয়েছে, গ্রেপ্তার ওই ব্যক্তি ইয়েমেনের নাগরিক। সোমবার নিজের টুইটার অ্যাকাউন্টে একটি ভিডিও টুইট করেন ওই তিনি। ভিডিওতে কাবা শরিফ চত্বরে একটি ব্যানার উঁচু করে ধরতে দেখা গেছে তাকে।

ভিডিও ক্লিপটি টুইটারে টুইট করার পর অল্প সময়ের মধ্যেই ছড়িয়ে পড়লে ব্যাপক সমালোচনা শুরু হয়। একই সাথে ঐ ব্যাক্তিকে গ্রেপ্তারের দাবি উঠে।

ইসলামী শরিয়াহ’তে কোনো অমুসলিম ব্যক্তির নামে ওমরাহ পালন করা জায়েজ নেই। প্রয়াত রানি দ্বিতীয় এলিজাবেথ অমুসলিম তো বটেই, উপরন্তু পদাধিকার বলে তিনি ব্রিটেনের সব গির্জারও গভর্নর ছিলেন।

এছাড়া সৌদি সরকারের নিয়ম অনুযায়ী, ওমরাহ পালনের সময়ে যাত্রীদের ব্যানার বহন করা ও রাজনৈতিক স্লোগান দেওয়াও নিষিদ্ধ।

সোমবার সন্ধ্যার পর সৌদি আরবের আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়েছে, ‘কাবা শরিফ চত্বরে ব্যানার হাতে দাঁড়ানো ইয়েমেনের ওই নাগরিককে ওমরাহর নিয়ম ও নির্দেশিকা ভঙ্গের অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে।’

spot_img
spot_img

এই বিভাগের

spot_img