সৌদি আরবের যুবরাজ আবদুল করিম বিন সৌদ বিন আবদুল আজিজ আল সৌদ ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) রাজপ্রাসাদ থেকে প্রকাশিত এক বিবৃতিতে আবদুল করিম বিন সৌদের ইন্তেকালের বিষয়টি জানানো হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৬২ বছর।
আজ শুক্রবার (১৬ সেপ্টেম্বর) মাগরিবের নামাজের পর মসজিদুল হারামে যুবরাজ আবদুল করিম বিন সৌদের জানাজা অনুষ্ঠিত হয়।
সৌদি মিডিয়ার মতে, যুবরাজ আবদুল করিম ছিলেন সৌদি আরবের দ্বিতীয় বাদশাহ সৌদ বিন আবদুল আজিজের ৪৯তম পুত্র।
তার মা ছিলেন প্রিন্সেস সারাহ বিনতে আল ঘানিম আল ফারি আল কাহতানি। প্রিন্স আব্দুল করিম ১৯৬০ সালে জন্মগ্রহণ করেন।
সূত্র : জিয়ো নিউজ