রবিবার | ২১ ডিসেম্বর | ২০২৫
spot_img

মদিনায় স্বর্ণ ও তামার নতুন খনির সন্ধান

সৌদি আরবের পবিত্র মদিনায় নতুন করে স্বর্ণ ও তামা সমৃদ্ধ নতুন একটি খনির সন্ধান পাওয়া গেছে।

এক ঘোষণায় এ তথ্য জানিয়েছে সৌদি ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (এসজিএস)।

এসজিএস জানিয়েছে, মদিনা অঞ্চলে উম্ম আল-বারাক হেজাজের ঢাল আবা আল-রাহার সীমানার মধ্যে সোনার আকরিকের সন্ধান পাওয়া গেছে।

মদিনার ওয়াদি আল-ফারা অঞ্চলের আল-মাদিক এলাকায় চারটি স্থানে তামার আকরিকও আবিষ্কৃত হয়ে। এটি সেখানে ছড়িয়ে ছিটিয়ে থাকা খনিজ চ্যালকোসাইট থেকে বিশেষ তামা উৎপাদনের সহায়ক। নতুন এসব খনি আবিষ্কারের ফলে সৌদি আরবে বিনিয়োগের গতি আরো ত্বরান্বিত হবে।

সূত্র : সৌদি গেজেট
spot_img
spot_img
spot_img

এই বিভাগের

spot_img