রবিবার | ২১ ডিসেম্বর | ২০২৫
spot_img

জেরুসালেমকে ইসরাইলী রাজধানীর স্বীকৃতি বাতিল করায় অস্ট্রেলিয়াকে ধন্যবাদ জানাল সৌদি

পশ্চিম জেরুসালেমকে ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইল তাদের রাজধানী দাবি করে আসছে বহুদিন ধরে। আর সেই দাবিকে অবৈধ ঘোষণা করে জেরুসালেমকে ইসরাইলী রাজধানীর স্বীকৃতি বাতিল করেছে অস্ট্রেলিয়া। এমন সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে সৌদি আরব।

আজ বুধবার (১৯ অক্টোবর) প্রদত্ত এক বিবৃতিতে সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় অস্ট্রেলিয়ার এই সিদ্ধান্তকে স্বাগত জানায়। বিবৃতিতে ফিলিস্তিনের নির্যাতিত জনগণের প্রতি সহমর্মিতা প্রকাশ করে ফিলিস্তিনের স্বাধিনতাকে “পূর্ণ সমর্থন” জানায় সৌদি আরব।

ফিলিস্তিনি সঙ্কট সমাধানে সকল আন্তর্জাতিক প্রচেষ্টাকে একত্রিত হওয়ার আহ্বান জানিয়ে সৌদি মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, মধ্যপ্রাচ্যের শান্তি বজায় রাখতে অতি দ্রুত পূর্ব জেরুসালেমকে ফিলিস্তিনের রাজধানী হিসেবে স্বীকৃতি দেওয়া উচিত। ফিলিস্তিনিদের স্বাধীনতা সময়ের সবথেকে বড় প্রয়োজন হয়ে দাড়িয়েছে বলেও জানান সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয়।

এর আগে, মঙ্গলবার (১৮ অক্টোবর) এক টুইটার বার্তায় অস্ট্রেলিয়াকে স্বাগত জানায় ফিলিস্তিনের সিভিল অ্যাফেয়ার্স মিনিস্টার হোসেইন আল-শেখ। তিনি টুইট বার্তায় লিখেছেন, অস্ট্রেলিয়ার এই সিদ্ধান্ত অবশ্যই বাস্তবভিত্তিক ও বুদ্ধিদিপ্ত।

সূত্র : আরব নিউজ
spot_img
spot_img
spot_img

এই বিভাগের

spot_img