দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নের লক্ষ্যে সৌদি যুবরাজ মুহাম্মাদ বিন সালমান এবং আলজেরিয়া প্রধানমন্ত্রী আব্দুল মাদজিদের মধ্যে একটি ফোনালাপ অনুষ্ঠিত হয়েছে।
আজ রবিবার (২৩ অক্টোবর) সৌদি প্রেস এজেন্সি সূত্রে এই তথ্য জানা যায়।
এসময় যেকোনো প্রয়োজনে যৌথ সাহায্য ও সহযোগিতার ব্যাপারে প্রতিশ্রুতিবদ্ধ হন তারা। বাণিজ্য, জ্বালানি, পরিবহন, অবকাঠামো এবং প্রযুক্তিতে সহযোগিতা নিয়েও আলোচনা হয় এই দুই নেতার মধ্যে।
সূত্র : সৌদি প্রেস এজেন্সি, আরব নিউজ