সৌদি আরবের সাবেক বাদশাহ আবদুল্লাহ বিন আবদুল আজিজের স্ত্রী মুনিরা বিনতে মুহাম্মাদ ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
আজ (৯ নভেম্বর) সৌদি রাজপ্রাসাদের থেকে জারি করা এক বিবৃতিতে তাঁর ইন্তেকালের বিষয়টি জানানো হয়।
মুনিরা বিনতে মুহাম্মাদ ছিলেন বাদশাহ আবদুল্লাহ’র তৃতীয় স্ত্রী। তাদের সন্তান মুতাইব বিন আবদুল্লাহ আল সৌদ সৌদি আরবের ন্যাশনাল গার্ডের প্রধান ছিলেন। বর্তমান বাদশাহ সালমান বিন আবদুল আজিজ ক্ষমতায় আসার পর এই পদ থেকে মুতাইবকে সরিয়ে দেওয়া হয়।
রাজপরিবারের পক্ষ থেকে মুনিরা বিনতে মুহাম্মাদের ইন্তেকালে শোক প্রকাশ ও তার মাগফিরাতের জন্য দোয়া করা হয়।
রাজপ্রাসাদের ঘোষণা অনুযায়ী, শুক্রবার সৌদি রাজধানী রিয়াদে যুবরাজ মুনিরা বিনতে মুহাম্মাদের জানাজা অনুষ্ঠিত হবে।
সূত্র : বোল নিউজ