মধ্যপ্রাচ্যের শক্তিশালী দেশ সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান পাকিস্তান সফর স্থগিত করেছেন।
শনিবার (১২ নভেম্বর) এমন তথ্য জানিয়েছে পাক পররাষ্ট্র মন্ত্রণালয়।
পাকিস্তানের সংবাদমাধ্যম এক্সপ্রেস ট্রিবিউন জানিয়েছে, ২১ নভেম্বর ইসলামাবাদ বিমানবন্দরে অবতরণ করার কথা ছিল সালমানের। পাকিস্তান ছাড়াও ভারত সফরও স্থগিত করেছেন তিনি। এখন এশিয়া সফরে শুধুমাত্র ইন্দোনেশিয়ার বালিতে জি-২০ সম্মেলনে যোগ দেবেন সৌদি আরবের পরবর্তী শাসক।
পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মুমতাজ জাহরা বালোচ সংবাদমাধ্যম ডনের কাছে বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, প্রিন্স সালমানের পাকিস্তান সফরের নতুন তারিখ পরবর্তীতে জানানো হবে।
গত মাসে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ জানান, সৌদি ক্রাউন প্রিন্স শিগগিরই পাকিস্তান সফরে আসবেন। শেহবাজ আরও জানান, পাকিস্তানে বিনিয়োগ করতেও আগ্রহ প্রকাশ করেছেন প্রিন্স সালমান, যার মধ্যে রয়েছে একটি তেল শোধনাগার তৈরির জন্য ১০ বিলিয়ন ডলারের সহায়তা।