সোমবার | ১৫ সেপ্টেম্বর | ২০২৫

পুনঃসংস্কার হচ্ছে “মক্কা গেইট”

মক্কা মুকাররমা ও জেদ্দা মহাসড়কে অবস্থিত প্রসিদ্ধ “মক্কা গেইট” পুনঃসংস্কার হচ্ছে। ইতোমধ্যে মেরামতের কাজ শুরু হয়েছে। কাজ শেষ হওয়ার কথা রয়েছে আগামী মঙ্গলবার।

শনিবার (১০ ডিসেম্বর) সৌদি সংবাদমাধ্যম সাবাক নিউজ সূত্রে এই তথ্য জানা যায়।

মক্কা পৌর কর্তৃপক্ষ বলছে, গেইটটির মূল স্থাপনার কাজের জন্য মালবাহী যানগুলো চলাচল সীমিত করা হয়েছে। এজন্য এ সড়কে চলাচলকারীদের বিশেষভাবে সতর্ক থাকতে বলা হয়েছে। নিরাপত্তা নিশ্চিত করতে ইতোমধ্যে এই সড়কে সিকিউরিটিগার্ড নিযুক্ত করা হয়েছে। তারা ট্রাফিকের বিষয়গুলো দেখভাল করবে।

সূত্র : উর্দু নিউজ

spot_img
spot_img

এই বিভাগের

spot_img