বৃহস্পতিবার | ১৫ জানুয়ারি | ২০২৬
spot_img

ত্রিপাক্ষিক সিরিয়া কূটনীতির বিষয়ে তুরস্কের প্রস্তাবকে স্বাগত জানিয়েছে মস্কো

তুরস্ক, রাশিয়া ও সিরিয়ার মধ্যে কূটনীতিক ত্রিমুখী বিশেষ কৌশল প্রতিষ্ঠার জন্য রাষ্ট্রপতি রজব তাইয়্যেব এরদোগানের প্রস্তাবকে স্বাগত জানিয়েছে মস্কো।

গত শুক্রবার (১৬ ডিসেম্বর) তুর্কমেনিস্তান সফর থেকে ফেরার পর এরদোগান সাংবাদিকদেরকে দেওয়া এক সাক্ষাৎকারে এ কথা জানান।

তিনি বলেন, “বর্তমানে আমরা সিরিয়া ও রাশিয়ার সাথে সম্মিলিতভাবে একটি পদক্ষেপ নিতে চাই। তার জন্য প্রথমে আমাদের গোয়েন্দা সংস্থাগুলিকে একত্রিত করা উচিত। তারপর আমাদের প্রতিরক্ষা মন্ত্রীদের এবং শেষে আমাদের পররাষ্ট্রমন্ত্রীদের সাথে সাক্ষাৎ করা উচিত।”

তিনি আরো বলেন, গোয়েন্দা ও প্রতিরক্ষা কর্মকর্তাদের বৈঠকের পর তিন দেশের শীর্ষ নেতারাও আলোচনার জন্য একত্রিত হতে পারে।

এরদোগান বলেন, সিরিয়ায়, বিশেষ করে এর উত্তরাঞ্চলে সন্ত্রাসী গোষ্ঠী সক্রিয় রয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রের মতো দেশগুলো যদি সিরিয়ায় সন্ত্রাসীদের জন্য হাজার হাজার ট্রাক অস্ত্র,গোলাবারুদ ও যুদ্ধের সরঞ্জাম সরবরাহ করতে থাকে তাহলে তুরস্ক চুপ করে বসে থাকবে না।

সূত্র: মিডিল ইস্ট মনিটর ও আরব নিউজ

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ