তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান বলেছেন, তুরস্ক ও সেনেগাল বিভিন্ন ক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতা বৃদ্ধি অব্যাহত রাখবে।
বুধবার (২১ ডিসেম্বর) তুরস্কের প্রেসিডেন্সিয়াল কমপ্লেক্সে সেনেগালের প্রেসিডেন্ট ম্যাকি সালের সাথে এক বৈঠকে তিনি এ কথা বলেন।
বৈঠকে দুই দেশের মধ্যে সহযোগিতা বাড়ানোর পদক্ষেপ নিয়ে আলোচনা করেছেন এ দুই নেতা। আঞ্চলিক ও বৈশ্বিক সমস্যাগুলোও আলোচনায় ছিল। পাশাপাশি তারা অর্থনৈতিক, প্রতিরক্ষা, বাণিজ্য ও ফেতুল্লা সন্ত্রাসী সংগঠনসহ সমগ্র সন্ত্রাসবাদ মোকাবেলার প্রচেষ্টা নিয়ে আলোচনা করেন।
এরদোগান বলেন, সেনেগালের সাথে সম্পর্ক উন্নয়নের প্রতিটি ক্ষেত্রে আমরা সহযোগিতা করব।
তিনি আরও বলেন আফ্রিকার সাথে আমরা সর্বদা একটি ন্যায্য ও ভারসাম্যপূর্ণ উপায়ে অর্থনৈতিক সম্পর্ক বিকাশের জন্য সচেষ্ট থাকব।
বৈঠকে সেনেগালের প্রেসিডেন্ট ইউক্রেন ও রাশিয়ার মধ্যে মধ্যস্থতার মাধ্যমে বৈশ্বিক খাদ্য সংকট রোধে তুরস্কের অবদানের প্রশংসা করেন।
২০২১ সালে তুরস্ক ও সেনেগালের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য ৫৪০ মিলিয়ন মার্কিন ডলারে পৌঁছেছিল যার লক্ষ্য এখন ১ বিলিয়ন ডলার।
সূত্র: মিডল ইস্ট মনিটর











