মুসলিম শিশুদের ওপর খৎনা প্রথা নিষিদ্ধ করার দাবি জানিয়ে কেরালা হাই কোর্টে আদেবন জমা করেছে ধর্ম ত্যাগ করা একটি দল। কেরালার এ দলটির নাম ‘নন রিলিজিয়াস এসোসিয়েশন।’
গত সপ্তাহের সোমবার (৬ ফেব্রুয়ারি) কেরালার উচ্চ আদালতে এই আবেদনটি করা হয়।
আবেদনে বলা হয়েছে, ১৮ বছর বয়সে পৌঁছানোর আগে শিশুদের খৎনা করা তাদের মৌলিক অধিকারের স্পষ্ট লঙ্ঘন। পাশাপাশি এটি মানবাধিকার লঙ্ঘন করারও সামিল।
এ সংগঠনটি মুসলিমদের খৎনা করাকে নিষ্ঠুর, অমানবিক ও বর্বর বলে অভিহিত করেছে।
উদ্ধৃতি ছাড়াই তারা দাবি করেছে, খতনা করার জন্য কিছু শিশুর মৃত্যু ঘটেছে।
এ আবেদনে খৎনাকে নিষিদ্ধ করার পাশাপাশি অজামিনযোগ্য অপরাধ হিসেবে ঘোষণা করারও দাবি জানানো হয়।
উল্লেখ্য; অস্ট্রেলিয়ার মেলবোর্নে অনুষ্ঠিত ‘আন্তর্জাতিক এইডস সম্মেলনে’ দক্ষিণ অ্যামেরিকার কয়েকটি দেশে এ বিষয়ে তথ্যানুসন্ধানের মাধ্যমে গবেষকরা জানিয়েছেন, “খতনা করলে শুধু পুরুষদেরই এইডসের ঝুঁকি কমে না বরং খতনা করা পুরুষসঙ্গী নারীকেও প্রাণঘাতী রোগ থেকে দূরে রাখে৷” এছাড়াও ‘বিশ্ব স্বাস্থ্য সংস্থা’ এইচআইভি-র সংক্রমণ কমানোর লক্ষ্যে পুরুষদের খতনাকে উৎসাহিত করে আসছে৷ ইসলাম ও ইহুদী ধর্মাবলম্বীদের মধ্যে খতনার আবশ্যিকতা থাকলেও বিভিন্ন পরিসংখ্যান বলছে অন্যান্য ধর্মাবলম্বী পুরুষদের মধ্যেও খতনার হার ব্যাপকভাবে বৃদ্ধি পাচ্ছে।
সূত্র: টিএনএম ও ডি-ডাব্লিউ