বৃহস্পতিবার, মে ১৫, ২০২৫

আবার এস-৪০০ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কিনতে যাচ্ছে ভারত; তবে কি পাকিস্তানের দাবীই সত্য?

spot_imgspot_img

রাশিয়ার কাছ থেকে আবার ‘এস-৪০০’ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কিনতে যাচ্ছে ভারত।

বুধবার (১৪ মে) ইন্ডিয়ান টুডের খবরে একথা জানানো হয়।

খবরে বলা হয়, সাম্প্রতিক অভিযানে রাশিয়ার তৈরি এস-৪০০ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার সফলতায় অনুপ্রাণিত হয়ে দেশটির কাছ থেকে আরো এস-৪০০-র ইউনিট কিনতে যাচ্ছে ভারত।

বিশ্বের অন্যতম সেরা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাটি ভারতে ‘সুদর্শন চক্র’ নামে পরিচিত। এটি ৬০০ কিলোমিটার দূরের হুমকি শনাক্ত করতে এবং ৪০০ কিলোমিটার দূরের কোনো বস্তু ধ্বংস করতে সক্ষম।

সংবাদমাধ্যমের তথ্যমতে, ২০১৮ সালে ভারত রাশিয়ার সাথে ৫.৪৩ বিলিয়ন ডলারের চুক্তিতে পাঁচটি এস-৪০০ ইউনিট ক্রয় করে, যার প্রথমটি ২০২১ সালে পাঞ্জাবে মোতায়েন করা হয়। অপারেশন সিঁদুরের সময়, এই সিস্টেম পাকিস্তানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র আক্রমণ প্রতিহত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বলে দাবী করে দেশটি।

তবে গত ১০ মে শনিবার পাকিস্তান আন্ত:বাহিনী জনসংযোগ বিভাগ আইএসপিআরের এক বার্তায় জানানো হয়, পাঞ্জাবের আদামপুর শহরে স্থাপিত ভারতের এস-৪০০ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস করেছে পাকিস্তান। অপারেশন বুনয়ানুম মারসুসের অংশ হিসেবে জেএফ-১৭ থান্ডার যোগে আদামপুর শহরে অভিযান পরিচালনা করে তাদের বিমানবাহিনী। অভিযানে শহরটিতে স্থাপিত পৃথিবীর অন্যতম সেরা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস করতে এসময় জেএফ-১৭ থান্ডার থেকে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়।

এটি ছিলো ‘এস-৪০০’ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার ইতিহাসে ২য় বারের মতো ধ্বংসপ্রাপ্ত ঘটনা। এর আগে রাশিয়া-ইউক্রেন যুদ্ধে ইউক্রেন এই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাটি প্রথমবারের মতো ধ্বংস করতে সক্ষম হয়েছিলো।

সর্বশেষ

spot_img
spot_img
spot_img