বেলুচিস্তানে পাকিস্তান বিরোধী ষড়যন্ত্র ও বিচ্ছিন্নতাবাদী তৎপরতায় জড়িত ভারতীয় গুপ্তচর আটক করেছে পাকিস্তান।
বুধবার (১৪ মে) দেশটির সাবেক বিদেশ সচিব এজাজ চৌধুরী সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাতকারে একথা জানান।
তার বক্তব্য অনুযায়ী, আটককৃত ভারতীয় গুপ্তচরটির নাম চক্রবর্তী। ইরানের ব্যবসায়ী পরিচয়ে তিনি বেলুচিস্তানে আসা-যাওয়া, ব্যবসা ও অপতৎপরতা চালাতেন। তাকে দেশের বেলুচ-ইরান সীমান্ত থেকে আটক করা হয়। এর আগে কুলভূষণ নামের এক ভারতীয় গুপ্তচরকে আটক করা হয়েছিলো।
তিনি আরো জানান, ভারতীয় গুপ্তচরেরা পাকিস্তান সংলগ্ন আফগান ও ইরান সীমান্তে সক্রিয় হয়ে উঠেছে। এই দুই দেশের ভূমি ব্যবহার করছে। পাকিস্তান সরকারকে আফগান ও ইরান সরকারের সাথে আলোচনা করে এবিষয়ে পদক্ষেপ নেওয়ার আহবান জানান তিনি।
এছাড়া ভারতীয় গণমাধ্যম সম্প্রতি ইরানের পররাষ্ট্রমন্ত্রীর সাথে যে দুর্ব্যবহার করেছে একে তিনি অনৈতিক বলে উল্লেখ করেন। ভারতের বন্ধুত্ব যে বিশ্বাসযোগ্য নয় ইরানকে পুনরায় স্মরণ করিয়ে দেন।
উল্লেখ্য, পাক-ভারতের সাম্প্রতিক লড়াই শুরুর পূর্বে বেলুচিস্তানে বিচ্ছিন্নতাবাদীদের তৎপরতা হঠাৎ করেই বেড়ে যায়। পাক সেনাদের টহল গাড়ি লক্ষ্য করে আইডিএফ বিস্ফোরণের ঘটনাও ঘটে। যেখানে ৭ সেনার মৃত্যু হয়। পাকিস্তান এর জন্য ভারতকে দায়ী করে।
এছাড়া ভারতের অপারেশন সিঁদুরের বিপরীতে শুরু করা বুনয়ানুম মারসুস অভিযানের শেষদিকের পাল্টা হামলায় পাকিস্তানে প্রক্সি যুদ্ধ চালানোয় বিভিন্ন গোষ্ঠীকে সহায়তা দেওয়া ভারতের এডিসি রাজকুমার থাপাকে হত্যা করে পরমাণু শক্তিধর পৃথিবীর একমাত্র মুসলিম রাষ্ট্রটি।
সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, ভারতের এডিসি (অতিরিক্ত ডেপুটি কমিশনার) রাজকুমার থাপা উপমহাদেশের সীমান্ত এলাকাগুলোতে দেশটির উগ্র হিন্দুত্ববাদী সরকারের পক্ষে বিচ্ছিন্নতাবাদী ও সন্ত্রাসী গোষ্ঠীগুলোকে মদদ যোগাতেন।
পাক সামরিক কর্মকর্তারা জানান, রাজকুমার থাপা ভারত দখলকৃত জম্মু-কাশ্মীরের রাজৌরিতে অতিরিক্ত ডেপুটি কমিশনারের মতো গুরুত্বপূর্ণ বেসামরিক প্রশাসনিক পদে নিয়োজিত ছিলেন। ভারত সরকার সমর্থিত সীমান্তের বিচ্ছিন্নতাবাদী ও সন্ত্রাসী গোষ্ঠীগুলোর সাথে সমন্বয় করতেন ও মদদ যোগাতেন। তিনি প্রায়শই ভারতীয় সামরিক বাহিনীর উচ্চস্তরের বৈঠক ও ব্রিফিংয়ে উপস্থিত থাকতেন।
কাশ্মীরের নির্যাতিত মুসলিম জনগণ তাকে দখলকৃত জম্মু-কাশ্মীরে ভারতের রাষ্ট্রীয় দমন-পীড়নের প্রধান প্ররোচক বা কুমন্ত্রণাদানকারী বিবেচনা করে থাকেন। বিদ্রোহ দমনের নাম করে বেসামরিক লোকজনের বিরুদ্ধে সংঘটিত বড় বড় নৃশংসতাগুলোতে তার জড়িত থাকার একাধিক অভিযোগ ছিলো।
সূত্র: এআরওয়াই নিউজ