শুক্রবার | ৭ নভেম্বর | ২০২৫

রাজধানীতে আরবি ভাষা বিষয়ক জাতীয় সেমিনার অনুষ্ঠিত

রাজধানী ঢাকার মোহাম্মদপুরে অবস্থিত আরবি ভাষা বিষয়ক বিশেষায়িত প্রতিষ্ঠান মারকাযুল লুগাতিল আরাবিয়্যার উদ্যোগে ”বাংলাদেশে আরবি ভাষা : বাস্তবতা ও প্রত্যাশা” শীর্ষক জাতীয় সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

মারকাযুল লুগার প্রতিষ্ঠাতা পরিচালক শায়েখ মহিউদ্দীন ফারুকীর সভাপতিত্বে এ সেমিনারে অংশগ্রহণ করেন জামিয়াতুল উসতাজের মুদীর মাওলানা শফিকুল ইসলাম আল ইমদাদী, এরাবিক মডেল মাদরাসার প্রিন্সিপাল মাওলানা আব্দুল্লাহ মোস্তফা, মোমেনশাহীর মারকাযুল বয়ানের মাওলানা মাহমুদ জুনাইদ, নূরুল কুরআন একাডেমির মাওলানা আব্দুল্লা আল মাসউদ, বগুড়া মাদরাসাতুল মাদিনা থেকে মাওলানা মুফতি মুনাওয়ার হুসাইন সিবাওয়াই ইনিস্টিটিউটের মাওলানা নাজমুল হাসান, আলবাব ইনিস্টিটিউটের মাওলানা মাহমুদ হাসান, নিবারাস একাডেমির উসতাজ ওয়ালিউল্লাহসহ বিভিন্ন পর্যায়ে আরবি ভাষা শিক্ষাদানের সঙ্গে জড়িত প্রায় অর্ধশত প্রতিষ্ঠানের প্রতিনিধিগণ।

spot_img

সর্বশেষ

spot_img

এই বিভাগের

spot_img