মাহবুবুল মান্নান
চট্টগ্রাম জামিয়া পটিয়া মাদরাসার প্রতিষ্ঠাতা মুফতী আজিজুল হক (রহ.)-স্মরণে পটিয়া সওতুল কোরআন সংস্থার ব্যবস্থাপনায় আগামীকাল মঙ্গলবার (১৪ফেব্রুয়ারি) হুব্বে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কনফারেন্স অনুষ্ঠিত হবে।
সোমবার (১৩ফেব্রুয়ারি) ইনসাফকে এই তথ্য নিশ্চিত করেছেন সংগঠনের দায়িত্বশীল মাওলানা আহমদ বাকের আজিজি।
মঙ্গলবার (১৪ ফেব্রুয়রি) সকাল দশটা থেকে পটিয়া রেলস্টেশন সংলগ্ন ঈদগাহ ময়দানে অনুষ্ঠিতব্য হুব্বে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কনফারেন্স উদ্বোধন করবেন পটিয়া মাদরাসার শায়খুল হাদীস মুফতী হাফেজ আহমদ উল্লাহ।
পটিয়া মাদরাসার ছদরে মুহতামিম মাওলানা আমিনুল হক ও সহকারী মুহতামিম মাওলানা আবু নদভীর সভাপতিত্বে অনুষ্ঠিতব্য অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জাতীয় সংসদের হুইপ আলহাজ্ব শামসুল হক চৌধুরী এমপি।
জানা গেছে চট্টগ্রাম দারুল মা’আরিফ আল-ইসলামিয়ার মুহতামিম আল্লামা সুলতান যওক নদভী,পটিয়া মাদরাসার মুহতামিম মাওলানা ওবায়দুল্লাহ হামযাহ,পটিয়া মাদরাসার সিনিয়র মুহাদ্দিস মুফতী শামসুদ্দীন জিয়া, মাওলানা আখতার হোসাইন আনোয়ারী,মাওলানা সিবগাতুল্লাহ নুর বি-বাড়ীয়া,মাওলানা কামাল উদ্দিন কাসেমী বি-বাড়ীয়া,মাওলানা হাফিজুর রহমান সিদ্দীকি কুয়াকাটা,মাওলানা ইসমাঈল বোখারী কাশিয়ানী ও মাওলানা আব্দুল্লাহ আল মারুফসহ দেশ বরেণ্য ওলামায়ে কেরামগন আলোচনা করবেন।
সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি মাওলানা জামাল আইয়ুব ও সাধারণ সম্পাদক মাওলানা হাফেজ মাছুম সবাইকে যথাসময়ে কনফারেন্সে উপস্থিত হওয়ার জন্য আহবান জানিয়েছেন।