বৃহস্পতিবার, মে ১৫, ২০২৫

সপ্তম বারের মতো তুরস্ক ও সিরিয়ায় ত্রাণ সামগ্রী পাঠালো ভারত

spot_imgspot_img

ভূমিকম্প-বিধ্বস্ত তুরস্ক ও সিরিয়ায় ক্ষতিগ্রস্তদের সাহায্য অব্যাহত রেখেছে ভারত। ২৯ হাজারের ও বেশি প্রাণহানি ঘটা এ ভূমিকম্পে এই নিয়ে ৭ম বারের মতো ত্রাণ সামগ্রী বোঝাই বিমান পাঠিয়েছে ভারত।

গত শনিবার ৩৫ টনেরও বেশি একটি সামরিক বিমান তুরস্ক সিরিয়ার উদ্দেশ্যে পাঠানো হয়েছে।

ত্রাণসামগ্রী বহনকারী এ বিমানটিতে সিরিয়ার জন্য ২৩ টন ও তুরস্কের জন্য প্রায় ১২ টন পণ্য সামগ্রী ছিল।

কর্মকর্তারা জানিয়েছেন, এসব ত্রাণ সামগ্রীর মধ্যে ঘুমানোর জন্য মাদুর, জেনারেটর সেট, সোলার ল্যাম্প, টারপলিন, কম্বল ও জরুরি ওষুধ সামগ্রী রয়েছে।

তুরস্ক ও সিরিয়ায় ক্ষতিগ্রস্তদের জন্য ভারত তার প্রথম বিমানে জাতীয় অনুসন্ধান ও উদ্ধারকারী দল ও চিকিৎসা সামগ্রীতে পাঠিয়েছিল।

সূত্র: কেপি

সর্বশেষ

spot_img
spot_img
spot_img