পাকিস্তানের ওয়াজিরিস্তানে একটি আত্মঘাতী বোমা হামলায় ৩ জন নিরাপত্তা বাহিনীর সদস্য নিহত ও ২২ জন আহত হয়েছেন।
গত শনিবার (১২ ফেব্রুয়ারি) উত্তর ওয়াজিরিস্তান জেলার মির আলি মহকুমায় এ ঘটনাটি ঘটে।
স্থানীয় কর্মকর্তারা জানান, উত্তর ওয়াজিরিস্তান থেকে বান্নু যাওয়ার পথে গ্যাস ও তেল কোম্পানির কর্মচারীদের বহনকারী নিরাপত্তা বাহিনীর গাড়িকে বোমা বহনকারী একটি রিকশা আঘাত করে। ফলে বিষ্ফোরণের সূত্রপাত ঘটে। এ বিস্ফোরণে ৩ জন নিরাপত্তা বাহিনী প্রান হারায় এবং গ্যাস ও তেল কোম্পানির ১৫ জন কর্মচারীসহ ২২ জন আহত হন।
বিস্ফোরণের পরপরই নিরাপত্তা কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আহতদের চিকিৎসার জন্য বান্নুর সম্মিলিত সামরিক হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
উল্লেখ্য; তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি) এই হামলার দায় স্বীকার করেছে।
সূত্র: কেপি