বুধবার, মে ১৪, ২০২৫

আবারও গাজা উপত্যকায় বিমান হামলা চালিয়েছে ইসরাইল

spot_imgspot_img

গাজা উপত্যকা থেকে ইসরাইলে রকেট হামলা চালানো হয়েছে দাবি করে গাজা উপত্যকায় বিমান হামলা চালিয়েছে ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলী বাহিনী।

ইসরাইলের স্থানীয় গণমাধ্যম জেরুজালেম পোস্টের খবরে বলা হয়েছে, সোমবার (১৩ ফেব্রুয়ারি) ভোরে কয়েকটি বিস্ফোরণের শব্দে কেপে ওঠে গাজা উপত্যকা।

ইহুদিবাদী ইসরাইলী বাহিনী (আইডিএফ) জানিয়েছে, তারা একটি ভূগর্ভস্থ স্থাপনায় হামলা চালিয়েছেন। সেখানে রকেট নির্মাণ করত হামাস। তবে এই বিমান হামলায় তাৎক্ষণিক হতাহতের কোনো তথ্য পাওয়া যায়নি।

এদিকে পশ্চিম তীরের নাবলুসে অভিযান চালানোর কথা জানিয়েছে ইসরায়েলী বাহিনী। পশ্চিম তীরের প্রত্যক্ষদর্শীরা বলেন, ইহুদী সেনারা নাবলুসের একটি বাড়ি ঘিরে ফেলে। সেখানে বন্দুকযুদ্ধ হয়। এতে হতাহতের আশঙ্কা করা হচ্ছে।

সর্বশেষ

spot_img
spot_img
spot_img