শুক্রবার, মে ১৬, ২০২৫

বাংলাদেশ থেকে দক্ষ জনশক্তি নিতে চায় জাপান

spot_imgspot_img

বাংলাদেশের উন্নয়নে সব সময় পাশে থাকার মধ্য দিয়ে ঐতিহাসিক বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে অনন্য উচ্চতায় নিয়ে যেতে চায় জাপান। পাশাপাশি বাংলাদেশ থেকে দক্ষ জনশক্তি রফতানিরও আগ্রহ রয়েছে দেশটির।

বুধবার (১৫ ফেব্রুয়ারি) বাংলাদেশে জাপানের নবনিযুক্ত রাষ্ট্রদূত ইওয়ামা কিমিনোরি স্থানীয় সরকার মন্ত্রী মো. তাজুল ইসলামের সঙ্গে সাক্ষাৎকালে এ কথা বলেন তিনি।

কিমিনোরি বলেন, বাংলাদেশের স্বাধীনতার পর থেকেই বন্ধু দেশ হিসেবে জাপান বাংলাদেশের নানা চ্যালেঞ্জ মোকাবিলায় সম্ভাব্য সব ধরনের সাহায্য ও সহযোগিতা দিয়ে যাচ্ছে। ২০২৩ সালে জাপান ও বাংলাদেশের মধ্যকার কূটনৈতিক সম্পর্কের ৫১তম বার্ষিকী উদযাপিত হচ্ছে।

তিনি বলেন, বাংলাদেশের জাতীয় ও স্থানীয় উন্নয়নে জাপান বন্ধুদেশ হিসাবে আরো সম্পৃক্ত হতে চায় যাতে বাংলাদেশ মধ্যম আয়ের দেশ থেকে উন্নত দেশের লক্ষ্যে পৌঁছাতে পারে। এর অংশ হিসেবে জাপানি কোম্পানিগুলোকে বাংলাদেশে ব্যবসা করতে উদ্বুদ্ধ করা হবে। যাতে বাংলাদেশ তার অর্থনৈতিক প্রবৃদ্ধির লক্ষ্য অর্জনের সক্ষম হয়।

সর্বশেষ

spot_img
spot_img
spot_img