শুক্রবার, মে ১৬, ২০২৫

আফগানিস্তানে সোভিয়েত ইউনিয়নের পরাজয়ের ৩৪তম বার্ষিকী আজ

spot_imgspot_img

আজ থেকে ৩৪ বছর পূর্বে ১৯৮৯ সালের ১৫ ফেব্রুয়ারি সাবেক সোভিয়েত ইউনিয়নের শেষ সৈন্য আফগানিস্তান ত্যাগ করেছিল। আফগানিস্তানের ইতিহাসে আফগান-সোভিয়েত যুদ্ধ রক্তক্ষয়ী যুদ্ধের মধ্যে অন্যতম।

বুধবার (১৫ ফেব্রুয়ারি) সোভিয়েত বাহিনীর প্রত্যাহারের বার্ষিকী উপলক্ষে আফগানিস্তানে সরকারি ছুটি ঘোষণা করেছে ইমারাতে ইসলামীয়া।

১৯৭৯ সালের ২৪ ডিসেম্বর আফগানিস্তানে হাজার হাজার সোভিয়েত সৈন্যের অনুপ্রবেশের মধ্য দিয়ে এ যুদ্ধ আরম্ভ হয়। ফলে দীর্ঘ ৯ বছর যাবত সোভিয়েত ইউনিয়নের বিরুদ্ধে লড়াই করে আফগান মুজাহিদিন।

১৯৮৯ সালের ১৫ ফেব্রুয়ারিতে চূড়ান্ত পরাজয়ের মাধ্যমে সোভিয়েত ইউনিয়ন আফগানিস্তান থেকে সকল সৈন্য প্রত্যাহার করে। সর্বশেষ সৈন্যটি প্রত্যাহারের মাধ্যমে এ যুদ্ধের সমাপ্তি ঘটে।

এ যুদ্ধে প্রায় ২০ লক্ষ আফগান নাগরিকের মৃত্যু হয়; যাদের অধিকাংশই ছিল বেসামরিক। সোভিয়েত ইউনিয়নের ১৪,৪৫৩ সৈন্য নিহত ও ৫৩,৭৫৩ সৈন্য আহত হয়েছিল।

সূত্র: কেপি

সর্বশেষ

spot_img
spot_img
spot_img