মঙ্গলবার, মে ২০, ২০২৫

আ’লীগ ভয়াবহ সন্ত্রাসের মাধ্যমে দেশকে নিপীড়নের এক মহাক্ষেত্রে পরিণত করেছে : মির্জা ফখরুল

spot_imgspot_img

আওয়ামী লীগ ভয়াবহ সন্ত্রাসের মাধ্যমে দেশকে গুম, খুন, অপহরণ, হামলা-মামলা, গ্রেফতার ও নির্যাতন-নিপীড়নের এক মহাক্ষেত্রে পরিণত করেছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেন, মানুষকে ভীতসন্ত্রস্ত রেখে রাষ্ট্রক্ষমতা ধরে রাখতে তারা এই অপতৎপরতা শুরু করেছে।

আজ বুধবার (২২ ফেব্রুয়ারি) বিএনপির ভারপ্রাপ্ত দপ্তর সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্সের স্বাক্ষরে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ মন্তব্য করেন।

বিবৃতিতে বিএনপি মহাসচিব বলেন, মহান শহীদ দিবসের মতো পবিত্র দিনে সরকার দলীয় সন্ত্রাসীদের বর্বরোচিত হামলায় ফেনীতে ১২ জনের অধিক নেতাকর্মী আহত হয়েছেন। গুরুতর আহত নেতাকর্মীরা বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

গত মঙ্গলবার শান্তিপূর্ণভাবে মহান শহীদ দিবসের অনুষ্ঠান পালন করার সময় দেশের বিভিন্ন স্থানে বিএনপি নেতাকর্মীদের ওপর ছাত্রলীগ-যুবলীগ ও আওয়ামী সন্ত্রাসীদের হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান মির্জা ফখরুল। আহত নেতাকর্মীদের আশু সুস্থতা কামনা করেন তিনি।

সর্বশেষ

spot_img
spot_img
spot_img