মঙ্গলবার, মে ২০, ২০২৫

বিশ্বের কাছে স্বীকৃতি পাওয়ার জন্য সমস্ত মানদণ্ড ও শর্ত পূরণ করেছে ইমারাতে ইসলামিয়া: আফগান তথ্যমন্ত্রী

spot_imgspot_img

ইমারাতে ইসলামিয়া আফগানিস্তানের তথ্যমন্ত্রী জাবিহুল্লাহ মুজাহিদ বলেছেন, ইমারাতে ইসলামিয়ার ব্যাবস্থায় সকল উপযুক্ত মানদণ্ড রয়েছে যা স্বীকৃতি পাওয়ার জন্য সমস্ত শর্ত পূরণ করেছে।

গতকাল মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) তিনি এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন।

তিনি বলেন, বেশ কয়েকটি দেশ আফগানিস্তানের জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের কৌশলগত পরিকল্পনার কারণে ইমারাতে ইসলামীয়া আফগানিস্তানকে স্বীকৃতি দিতে চাচ্ছে না। এছাড়াও অনেক দেশ মার্কিন নিষেধাজ্ঞার ভয়ে ইসলামী ইমারাতের এ নতুন ব্যবস্থাকে গ্রহণ করতে চাচ্ছে না।

তিনি আরো বলেন, স্বাধীন হওয়ার পর ইসলামী ইমারাত বেশ কয়েকটি দেশের বিদ্বেষপূর্ণ কর্মসূচির মুখোমুখি হয়েছে, তাছাড়া আফগানিস্তানের জাতীয় সম্পদ অবরুদ্ধ করা হয়েছে।

তিনি বলেন, আফগানিস্তানের বিরুদ্ধে বিভিন্ন মিথ্যা অভিযোগ ও সমালোচনার জবাব আরও কঠোরভাবে দেওয়া হবে।

তিনি আরো বলেন, বিশ্বের কয়েকটি ক্ষমতাধর দেশ য বর্তমান সরকারের স্বীকৃতিতে বাধা প্রদান করলেও অন্যান্য দেশের উচিত নয় তাদের অনুসরণ করা।

সূত্র: বাখতার নিউজ এজেন্সি

সর্বশেষ

spot_img
spot_img
spot_img