মঙ্গলবার, মে ২০, ২০২৫

পাকিস্তানকে ৭০০ মিলিয়ন মার্কিন ডলার ঋণের অনুমোদন দিয়েছে চীন

spot_imgspot_img

পাকিস্তানের মিত্র চীন সরকার ৭০০ মিলিয়ন মার্কিন ডলার ঋণের অনুমোদন দিয়েছে। আশা করা হচ্ছে অনুমোদিত অর্থ এই সপ্তাহে কেন্দ্রীয় ব্যাংকে পাঠানো হবে।

গতকাল বুধবার (২২ ফেব্রুয়ারি) পাকিস্তানের অর্থমন্ত্রী ইসহাক দার গনমাধ্যমকে এ বিষয়টি জানিয়েছেন।

পাক অর্থমন্ত্রী এক টুইটার বার্তায় বলেন, “ঋণের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে, চায়না ডেভেলপমেন্ট ব্যাঙ্ক পাকিস্তানের জন্য ৭০০ মিলিয়ন ডলার ঋণের সুবিধা অনুমোদন করেছে। আশা করা যাচ্ছে অনুমোদিত অর্থ এই সপ্তাহে স্টেট ব্যাঙ্ক অফ পাকিস্তানে আসবে, যা বৈদেশিক মুদ্রার রিজার্ভ বাড়াবে।”

পাকিস্তানে সরকার ইতিমধ্যে মূল্যস্ফীতি ও অর্থনৈতিক সংকট মোকাবেলায় দেশে কঠোরতা আরোপ করেছে। বেশ কিছু বিষয়ে অভিযান চলছে। প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ বলেছেন, এ কঠোরতায় মন্ত্রী, উপদেষ্টা ও আমলারাও অন্তর্ভুক্ত রয়েছে।

সূত্র: কেপি

সর্বশেষ

spot_img
spot_img
spot_img