সোমবার | ১৫ সেপ্টেম্বর | ২০২৫

সৌদির রাজধানীতে মিলল আরবি ৮৫ হিজরির উমাইয়া মুদ্রা

সৌদি আরবের রাজধানী রিয়াদের দাওয়াদমি অঞ্চলে মিলল ৮৫ হিজরির একটি মুদ্রা। এই মুদ্রাটি উমাইয়া শাসনামলের বলে জানিয়েছে সৌদি হেরিটেজ।

বুধবার (১৫ মার্চ) আরবি ৮৫ হিজরির পুরনো একটি উমাইয়া মুদ্রা খুঁজে পেয়েছেন বলে ঘোষণা দিয়েছেন সৌদি হেরিটেজ কর্তৃপক্ষ।

হেরিটেজ জানিয়েছে, ২০২২ সালে তৃতীয় বারের মতো দাওয়াদমি গভর্নরেটের “হালিত প্রত্নতাত্ত্বিক স্থান” খনন করতে গিয়ে তারা একটি উমাইয়া মুদ্রা খুঁজে পান। তবে এর আগে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ঐতিহাসিক বস্তুর সন্ধান পেয়েছিলেন দলটি।

একটি মসজিদের কাছে স্থাপত্য ইউনিট এবং প্রবেশদ্বারসহ বেশকিছু কক্ষ নিয়ে গঠিত স্থান আবিষ্কার করেছিলেন হেরিটেজ কর্তৃপক্ষ। সেই স্থানটি সবচেয়ে গুরুত্বপূর্ণ আবিষ্কৃত ইসলামিক ঐতিহ্যের মধ্যে একটি।

“হালিত প্রত্নতাত্ত্বিক” স্থানটিকে উমাইয়া যুগের স্থানগুলির মধ্যে একটি হিসাবে বিবেচনা করা হয় যা উমাইয়া যুগে আরব উপদ্বীপের সভ্যতাগত ভূমিকাকে তুলে ধরে।

spot_img
spot_img

এই বিভাগের

spot_img