শুক্রবার | ১৪ নভেম্বর | ২০২৫

লিবিয়া থেকে ২.৫ টন ইউরেনিয়াম উধাও: জাতিসংঘ পরমাণু সংস্থা

লিবিয়ার একটি স্থান থেকে আনুমাণিক ২.৫ টন প্রাকৃতিক ইউরেনিয়াম উধাও হয়ে গেছে বলে জানিয়েছে জাতিসংঘ পরমাণু সংস্থা।

বুধবার (১৫ মার্চ) আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) প্রধান রাফায়েল গ্রোসি এ তথ্য জানান।

তিনি সংস্থার সদস্য দেশগুলোকে বলেন, মঙ্গলবার পরিদর্শকরা দেখতে পেয়েছেন, যে লিবিয়ার ওই স্থানে রাখা আগে ঘোষিত হিসাব থেকে ঘনীভূত করা ১০ ড্রাম ইউরেনিয়াম আকরিক নেই।

ওই স্থানের ব্যাপারে বিস্তারিত উল্লেখ না করে তাদের এক বিবৃতিতে বলা হয়, সেখান থেকে পরমাণু উপকরণ সরিয়ে ফেলার বিষয় খোলাসা করতে এবং এসবের বর্তমান অবস্থান জানতে আইএইএ আরও কার্যক্রম চালাবে।

সূত্র: এএফপি

spot_img

সর্বশেষ

spot_img

এই বিভাগের

spot_img