পবিত্র মাহে রমজান উপলক্ষে বিপুল সংখ্যক বন্দীকে মুক্তির ঘোষণা দিয়েছে সৌদি আরব। মাহে রমজানের সম্মানে রহমত ও ক্ষমা প্রচারের উদ্দেশ্যেই মূলত এসব বন্দিদের মুক্তির সিদ্ধান্ত নিয়েছে মধ্যপ্রাচ্যের এ দেশটি। তবে তাদের এ সিদ্ধান্তে শুধুমাত্র সেসব বন্দিই মুক্তি পাচ্ছেন যারা ছোটখাটো আইন লঙ্ঘনের জন্য কারাদণ্ড ভোগ করছিলেন। এদের কেউই নিরাপত্তা অথবা সন্ত্রাসী অপরাধের জন্য দোষী সাব্যস্ত হননি।
গতকাল শুক্রবার (২৪ মার্চ) সৌদি আরবের কারা অধিদপ্তর থেকে প্রকাশিত এক বিবৃতিতে এ বিষয়টি জানানো হয়েছে।
বিবৃতিতে বলা হয়েছে, সৌদি বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ ও স্বরাষ্ট্রমন্ত্রী প্রিন্স আব্দুল আজিজ বিন সৌদ বিন নায়েফের নির্দেশনা অনুযায়ী ইতোমধ্যে বন্দীদের মুক্তির প্রক্রিয়া শুরু হয়েছে।
উল্লেখ্য; ২০১৪ সালের পবিত্র মাহে রমজান উপলক্ষে প্রায় সাড়ে ৫ হাজার বন্দিকে মুক্তি দেয় সৌদি কর্তৃপক্ষ। যারা কোন নিরাপত্তা বা সন্ত্রাসী অপরাধের জন্য দোষী ছিল না।
সূত্র: মিডল ইস্ট মনিটর