সোমবার | ১৫ সেপ্টেম্বর | ২০২৫

এই রমজানেই বৈঠকে বসতে যাচ্ছে ইরান ও সৌদি আরব

এক সপ্তাহেরও কম সময়ের মধ্যে দ্বিতীয়বার সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান ও ইরানের পররাষ্ট্রমন্ত্রী হুসাইন আমির আব্দুলিয়ানের মধ্যে ফোন-আলাপ অনুষ্ঠিত হয়েছে। এ ফোনালাপে উভয়েই চলতি রমজান মাসের মধ্যে একটি বৈঠক করতে সম্মত হয়েছেন। তবে বৈঠকের সঠিক তারিখ ও অবস্থান এখনো জানানো হয়নি।

গত সোমবার (২৭ মার্চ) সৌদি প্রেস এজেন্সি থেকে প্রকাশিত এক প্রতিবেদনে এ বিষয়টি জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, উভয় পক্ষই চীনে স্বাক্ষরিত ত্রিপাক্ষীয় চুক্তি সহ কিছু সাধারণ বিষয় নিয়ে আলোচনা করেছে।

অপরদিকে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়েছে, দুই দেশের পররাষ্ট্রমন্ত্রী সৌদি আরব ও ইরানের গঠনমূলক সম্পর্ক ও পবিত্র রমজানে একটি বৈঠক করার বিষয়ে আলাপ করেছেন।

গত সপ্তাহে সৌদি প্রেস এজেন্সি থেকে বলা হয়, সৌদি ও ইরানের পররাষ্ট্রমন্ত্রী দূতাবাস পুনরায় চালু করার পূর্বে একটি বৈঠক করতে সম্মত হয়েছেন। এছাড়াও উভয়ে রমজান মাসের শুভেচ্ছা বিনিময় করেছেন।

উল্লেখ্য; ২০১৬ সালে শিয়া সম্প্রদায়ের আলেম নিমর আর নিমরের ফাঁসি কার্যকর করে সৌদি আরব। যার প্রতিক্রিয়ায় ইরানি বিক্ষোভকারীরা সৌদি কূটনৈতিক মিশনে হামলা চালায়। এ আক্রমণের ফলে রিয়াদ তেহরানের সাথে সমস্ত সম্পর্ক ছিন্ন করে।

সূত্র: মিডল ইস্ট মনিটর

spot_img
spot_img

এই বিভাগের

spot_img