স্থায়ী যুদ্ধবিরতির লক্ষ্যে বৈঠকে বসতে যাচ্ছে সৌদি আরব ও ইয়েমেন।
শিয়া সমর্থিত হুথি বিদ্রোহীদের সাথে বৈঠকে বসতে আগামী সপ্তাহে ইয়েমেন সফর করবেন সৌদির উচ্চপদস্থ কর্মকর্তারা।
ঈদুল ফিতরের আগে আগেই স্থায়ী যুদ্ধবিরতি চুক্তি সম্পাদিত হওয়ার আশাবাদ ব্যক্ত করেছেন দেশটির কর্মকর্তারা। বরাবরের ন্যায় এবারও ওমান দু’পক্ষের মাঝে সমঝোতাকারী হিসেবে বৈঠকে উপস্থিত থাকবে।
জানা যায়, এর আগে ২০২২ সালের এপ্রিলে জাতিসংঘের মধ্যস্থতায় শিয়া সমর্থিত হুথি বিদ্রোহী ও রিয়াদের মাঝে একটি যুদ্ধবিরতি চুক্তি হয়েছিলো যা কার্যকর হওয়ার ৬ মাসের মাথায় ভেঙ্গে যায়।
সূত্র: মিডল ইস্ট আই