মঙ্গলবার, মে ২০, ২০২৫

রাজপথ রঞ্জিত করে ক্ষমতায় টিকে থাকার অদম্য প্রচেষ্ঠা সফল হবে না: নোমান

spot_imgspot_img

বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী আব্দুল্লাহ আল নোমান বলেছেন, রাজপথ রঞ্জিত করে ক্ষমতায় টিকে থাকার অদম্য প্রচেষ্ঠা সফল হবে না। সরকারের সময় ফুরিয়ে এসেছে।

শুক্রবার (২৬ মে) খাগড়াছড়ি জেলা বিএনপি আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

তিনি বরেন, যখন রক্ত ঝড়ে, পিচঢালা রাজপথ রক্তাক্ত হয়। যারা রক্তাক্ত করে তাদের পতন হয়, ইতিহাস সেটাই বলে। আজকের সরকার রাজপথ রক্তাক্ত করেছে। রাজপথ রঞ্জিত করে ক্ষমতায় টিকে থাকার অদম্য প্রচেষ্ঠা সফল হবে না। এ সরকারের সময় ফুরিয়ে এসেছে।

এ সময় তিনি আরও বলেন, ১০ দফা আন্দোলনের মাধ্যমেই এ সরকারের বিদায় ঘণ্টা বাজবে। ১০ দফার আন্দোলন এক দফায় রূপান্তরিত হয়েছে মন্তব্য করে তিনি নেতাকর্মীদের ওয়াদুদ ভূঁইয়ার নেতৃত্বে মানসিক শক্তিতে বলিয়ান হওয়ার আহবান জানান।

সর্বশেষ

spot_img
spot_img
spot_img