এপ্রিলের মাঝামাঝি থেকে সুদানের সেনাবাহিনী ও র্যাপিড সাপোর্ট ফোর্সেসের (আর এস এফ) মধ্যে লড়াইয়ে মানবিকভাবে বিপর্যস্ত হয়েছে সুদান। আর এ সমস্যা সমাধানের জন্য এবার একটি আন্তর্জাতিক সম্মেলনের আয়োজন করতে যাচ্ছে সৌদি আরব।
বুধবার (১৪ জুন) আনাদোলু নিউজ এজেন্সি থেকে প্রকাশিত এক প্রতিবেদনে এ বিষয়টি জানানো হয়েছে।
সৌদি আরবের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, আগামী ১৯ জুন উচ্চ পর্যায়ের একটি সম্মেলন অনুষ্ঠিত হবে। এ সম্মেলনে ইউরোপীয় ইউনিয়ন, কাতার, মিশর, জার্মানি ও জাতিসংঘের যৌথ নেতৃবৃন্দ অংশ নেবেন।
বিবৃতিতে আরো বলা হয়েছে, সৌদি আরব বাদশাহ সালমান বিন আবদুল আজিজের সরাসরি নির্দেশে সুদানীদের দুর্ভোগ কমানোর লক্ষ্যে ১০০ মিলিয়ন ডলার মূল্যের মানবিক সহায়তা প্রদানের জন্য একটি প্রচার অভিযান শুরু করেছে।
বিবৃতিতে বলা হয়েছে, “সুদানে চলমান সংঘাত অবসানের উদ্দেশ্যে সৌদি আরব ও মার্কিন যুক্তরাষ্ট্র যৌথভাবে জেদ্দায় সুদানের দুই পক্ষকে একত্রিত করার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।”
সুদানে জাতিসংঘ মিশনের প্রধান ভলকার পার্থেস সতর্ক করে জানিয়েছেন, সেনাবাহিনী ও র্যাপিড সাপোর্ট ফোর্সেসের (আর এস এফ) মধ্যে লড়াই অব্যাহত রয়েছে। যার ফলে দেশটির নিরাপত্তা পরিস্থিতি দ্রুত অবনতির দিকে যাচ্ছে।
স্থানীয় চিকিৎসকরা জানিয়েছেন চলমান এ সংঘর্ষে এখন পর্যন্ত ১ হাজারেরও বেশি মানুষ নিহত হয়েছে।
জাতিসংঘের রিপোর্ট অনুযায়ী ১ মিলিয়নেরও বেশি মানুষ ঘরছাড়া হয়েছে। প্রায় সাড়ে ৮ লাখ মানুষ গ্রামীন এলাকায় চলে গিয়েছে। এছাড়া প্রায় আড়াই লাখ মানুষ প্রতিবেশী দেশে আশ্রয় নিয়েছে।
সূত্র: মিডল ইস্ট মনিটর