চীনের মধ্যস্থতায় সম্প্রতি ইরানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্বাভাবিক করেছে সৌদি আরব। এবার সেই সম্পর্কে উষ্ণতা আনতে ইরান সফরে যাচ্ছেন সৌদির পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান আলে-সৌদ।
বৃহস্পতিবার (১৫ জুন) ইরানের আধা সরকারি সংবাদ সংস্থা তাসনিম এ খবর প্রকাশ করেছে।
তাসনিম জানায়, সৌদি পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান আগামীকাল শনিবার ইরান সফরে যাচ্ছেন। তিনি সেখানে ইরানি কর্মকর্তাদের সাথে সাক্ষাত করবেন।
চীনের মধ্যস্ততায় গত মার্চে ইরান ও সৌদি আরব তাদের মধ্যকার কূটনৈতিক বিরোধের অবসান ঘটিয়ে সম্পর্ক পুনঃপ্রতিষ্ঠা করে। গত ৭ জুন সৌদি আরবে দূতাবাস আবার চালু করেছে ইরান।
সূত্র : মিডল ইস্ট মনিটর