এ বছরের পবিত্র হজে অন্তত ৯০টির বেশি দেশ থেকে ১৩০০ মুসল্লিকে ফ্রিতে হজ করার সুযোগ করে দিয়েছে সৌদি আরব।
গত শনিবার সৌদি প্রেস এজেন্সি (এসপিএ) জানায়, ১৭ জুন সৌদি বাদশাহ সালমানের এক নির্দেশনায় তাদের হজ করানোর কথা বলা হয়েছে।
“গেস্ট অব দ্য কাস্টডিয়ান অব দ্য টু হলি মস্ক” প্রোগ্রামের আওতায় এসব হজযাত্রীর পুরো খরচ বহন করবে সৌদি আরব।
দেশটির হজ ও ওমরাহ বিষয়ক মন্ত্রণালয়ের সেক্রেটারি মুহাম্মাদ আল-বাইজাবি বলেন, একইসাথে এখন পর্যন্ত বিশ্বের নানা প্রান্ত থেকে ১১ লাখের বেশি হজযাত্রী সৌদিতে পৌঁছেছেন এবং হজের মূল কার্যক্রম শুরুর আগ পর্যন্ত মুসল্লিদের এই আগমন অব্যাহত থাকবে।
সূত্র : আরব নিউজ