হজের সময় শুরু হওয়ার পর থেকে বিভিন্ন দেশ থেকে ১৫ লাখ হজযাত্রী সৌদি আরব পৌঁছেছেন।
শুক্রবার (২৩ জুন) সৌদি প্রেস এজেন্সির সূত্রে এ তথ্য জানিয়েছে মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম আরব নিউজ।
প্রতিবেদনে উঠে এসেছে, হজযাত্রীদের মধ্যে ১৪ লাখ ৯৯ হাজার ৪৭২ জন হজযাত্রী আকাশপথে প্রবেশ করেছেন। এছাড়া স্থলপথে ৫৯ হাজার ৭৪৪ জন ও সমুদ্রপথে চার হাজার ৭১৪ জন যাত্রী প্রবেশ করেছেন।
বৃহস্পতিবার হজ ও ওমরাহ মন্ত্রী তৌফিক আল-রাবিয়াহ বলেছেন, বিদেশী হজযাত্রীদের জন্য হজের খরচ ৩৯ ভাগ কমেছে।
তিনি আরো বলেন, এবারের হজে অংশগ্রহণকারী হাজীর সংখ্যা প্রাক-মহামারী পর্যায়ে ফিরে আসবে।
সূত্র : আরব নিউজ