রবিবার | ১৪ সেপ্টেম্বর | ২০২৫

২৮ জুলাই প্রকাশিত হবে এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল

২০২৩ শিক্ষাবর্ষের এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ হবে আগামী ২৮ জুলাই।

বুধবার (১৯ জুলাই) এ তথ্য নিশ্চিত করেছেন আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয়ক তপন কুমার সরকার।

পরীক্ষা শেষ হওয়ার ৬০ দিনের মধ্যে ফলাফল প্রকাশের বিধান রয়েছে। ৩০ জুলাই পরীক্ষা শেষ হওয়ার ৬০ দিন পূর্ণ হবে।

২৮ জুলাই শুক্রবার হলেও ওই দিনই ফল প্রকাশ করা হবে বলে জানিয়েছেন তপন কুমার সুরকার।

এবারের এসএসসি ও সমমানের পরীক্ষা গত ৩০ এপ্রিল থেকে শুরু হয়ে ২৮ মে শেষ হয়। নয়টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদরাসা ও কারিগরি বোর্ডের অধীনে এবার অংশ নিয়েছিলেন ২০ লাখ ৭২ হাজার ১৬৩ জন পরীক্ষার্থী।

spot_img
spot_img

এই বিভাগের

spot_img