সোমবার | ১৫ সেপ্টেম্বর | ২০২৫

মন্ত্রীর পদমর্যাদা পেলেন পবিত্র কাবার দুই ইমাম

পবিত্র মসজিদুল হারাম ও মসজিদে নববীর ধর্মবিষয়ক পরিচালনা পর্ষদের প্রধান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে পবিত্র মসজিদুল হারামের ইমাম শায়খ ড. আবদুর রহমান আল-সুদাইসকে। মন্ত্রীর পদমর্যাদায় তিনি এ পদে দায়িত্ব পালন করবেন। এর আগে তিনি পবিত্র দুই মসজিদের জেনারেল প্রেসিডেন্সির প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন। তাছাড়া দেশটির হজ ও ওমরাহবিষয়ক মন্ত্রী ড. তাওফিক আল-রাবিয়াহকে পবিত্র দুই মসজিদবিষয়ক সাধারণ কর্তৃপক্ষের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

গতকাল মঙ্গলবার (৮ আগস্ট) সৌদি বাদশাহ সালমান বিন আবদুল আজিজের রাজকীয় নির্দেশনায় তাদের এসব পদে নিয়োগ দেওয়া হয়।

এ সময় মন্ত্রিপরিষদে মক্কা ও মদিনার পবিত্র দুই মসজিদবিষয়ক দুটি স্বতন্ত্র প্রতিষ্ঠান গঠনের অনুমোদন দেওয়া হয়। উভয়টি বাদশাহ সালমানের সরাসরি নির্দেশনায় আর্থিকভাবে স্বাধীন ও স্বতন্ত্র প্রতিষ্ঠান হিসেবে পরিচালিত হবে। এর পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ও সদস্য নিয়োগের বিষয়টি রাজকীয় নির্দেশনায় সম্পন্ন হবে।

সূত্র : আরব নিউজ

spot_img
spot_img

এই বিভাগের

spot_img